মোহন বাগান সুপার জায়ান্টের ফুটবলারদের মধ্যে কি লবি তৈরি হয়েছে? সম্প্রতি এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে মোহনবাগান সমর্থকদের মধ্যে। AFC কাপের সম্প্রতিতম ম্যাচের পর সমর্থকদের মধ্যে লবি আশঙ্কা আরও জাঁকিয়ে বসেছে। নিজের দলের ড্রেসিং রুম সম্পর্কে মুখ খুলেছেন বাগান কোচ হুয়ান ফেরান্ডো (Mohun Bagan Coach Juan Ferrando)।
ঘটনার সূত্রপাত মোহন বাগান সুপার জায়ান্ট বনাম মাজিয়া ম্যাচ। এক গোলে এগিয়ে থাকার পর বাগানের হয়ে পেনাল্টি আদায় করে নিয়েছিলেন আর্মান্দ সদিকু। বাগান সমর্থকরা ভেবেছিলেন তিনিই হয়তো পেনাল্টি কিক নেবেন। সেটা না হয়ে জেসন কামিন্স স্পষ্ট কিক নিতে গিয়েছিলেন। সরাসরি শট না নিয়ে কামিন্স বল পাস করে দিয়েছিলেন তাঁর সতীর্থ দিমিত্রি পেত্রতোসের দিকে। শেষ পর্যন্ত গোল হয়নি। দিমিত্রি বল পাওয়ার আগে প্রতিপক্ষের ফুটবলার পরিস্থিতি সামাল দিতে পেরেছিলেন।
মোহনবাগান সমর্থকদের একাংশের ধারণা, আর্মান্দ সদিকুর প্রতি অবিচার করা হয়েছে। দলে কোণঠাসা করার সম্ভাবনার কথা ঘুরছে বাগান সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কারো কারো স্পষ্ট বক্তব্য, সবুজ মেরুন সাজঘরে তৈরি হয়েছে অস্ট্রেলিয়ান লবি!
যদিও এসব সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো। তাঁর বক্তব্য, “আমার ড্রেসিং রুমে পরিস্থিতি একদম স্বাভাবিক। জেসন, দিমি দুজনেই নিজেদের সিদ্ধান্ত নিয়ে ভাবিত। কে কোনটা করবে ম্যাচের আগে থেকে আমাদের ঠিক করা থাকে।”