চোটাঘাতের সমস্যা মিটিয়ে এবার এটিকে মোহনবাগান (Mohun Bagan) দল একটা সম্পূর্ণ বিদেশি সম্পন্ন দল নিয়ে খেলতে নামবে। এই মুহূর্তে এটিকে মোহনবাগানের কাছে রয়েছে ছয় জন বিদেশি ফুটবলার। এদের মধ্যে দুজন সেন্টার ব্যাকের ফুটবলার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার,এবং তিন জন আছেন যারা অ্যাটাকিং মিডফিল্ডের ফুটবলার। এবার দেখার বিষয় দলে থাকা ছয়জন বিদেশী ফুটবলারের মধ্যে থেকে কোন চারজন বিদেশি ফুটবলারকে নিয়ে খেলতে নামবে সবুজ-মেরুন শিবির।
কোচ হুয়ান ফেরান্দো সব সময় বলেন ম্যাচের প্রথম একাদশ কেমন হবে সেটা তিনি ম্যাচের দিন পরিস্থিতি দেখে ঠিক করার চেষ্টা করেন।তাই এইমুহুর্তে সবচেয়ে বড় প্রশ্ন,বাকি দল গুলো যেখানে চারজন বিদেশি ফুটবলার কে নিয়ে ম্যাচ খেলা শুরু করেন, সেখানে এটিকে মোহনবাগানের চার বিদেশি ফুটবলার কি হবে?
শুরু করা যাক ব্যাক পজিশন দিয়ে। ইতিমধ্যে ব্রেন্ডন হ্যামিল সেন্টার ব্যাক পজিশনে অর্ধেক মরশুম খেলে ফেলেছেন।তাই হ্যামিলের প্রথম একাদশে থাকা প্রায় পাঁকা বলা চলে। এছাড়া হুগো বুমোস প্রতি ম্যাচে খেলবেই। এবার বাকি থাকলো দিমিত্রি পেত্রাতোস ,ম্যাকঘিউ এবং গ্যালেগো।এদের মধ্যে পেত্রাতোসের প্রতি ম্যাচের শুরু থেকেই খেলার বিষয়টি বেশ পাকা।
বাকি দুজনকে ম্যাচের পরিস্থিতি বুঝে খেলানো হবে।ব্যক্তিগত ধারনা থেকে মনে হচ্ছে গ্যালেগোকে জানুয়ারির প্রথম দুই তিন ম্যাচে পরিবর্ত হিসেবে খেলানো হতে পারে। হয়তো ক্রমশ দলের সাথে ছন্দ মিলিয়ে খেলতে পারলে গ্যালেগোকে প্রথম একাদশে নিয়মিত ভাবে খেলানো হতে পারে।