Mohun Bagan Coach: চেন্নাইয়িন ম্যাচ নিয়ে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী ফেরেন্দো

Mohun Bagan Coach Juan Ferrando

এবার ও আইএসএলে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। গত ২৩ তারিখ টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাঞ্জাব এফসিকে হারায় গতবারের আইএসএল জয়ী এই ফুটবল দল। তারপর দ্বিতীয় ম্যাচে সুনীলবিহীন বেঙ্গালুরু এফসিকে ও বড় ব্যবধানে হারায় কলকাতার এই প্রধান।

যারফলে, দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এবার সেই স্থানেই নিজেদের পাকা করার লড়াই হুয়ান ফেরেন্দোর ছেলেদের। শনিবার রাতের দিকে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) ঘরের মাঠে নিজেদের ম্যাচ খেলবে মোহনবাগান দল। তার আগেই এবার হুঙ্কার দিলেন বাগানের আইএসএল জয়ী কোচ।

   

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শনিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছি আমরা। ওরা নিজেদের ঘরের মাঠে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে। আমাদের অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তবে গত ম্যাচ জেতার পর আশা করাই যায় যে আমাদের দল যথেষ্ট ভালো ফুটবল উপহার দেবে সকলকে। সেইসাথে ফেরেন্দো আরও বলেন, বাইরের মাঠে ম্যাচ হলেও আমরা তিন পয়েন্টের জন্যই মাঠে নামবো। এবারের প্রত্যেকটি দল ভালো পারফরম্যান্স করছে। তাই আমাদের ও চেষ্টা করতে হবে যাতে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করা যায়।”

অন্যদিকে, গত দুই ম্যাচে একেবারে ধরাশায়ী হয়েছে চেন্নাইয়িন এফসি। প্রতিপক্ষের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই দিলেও শেষ হাসি হাসতে পারেনি তার ফুটবল দল। তবে নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দলকে হারিয়ে জয়ের সরনীতে ফেরার লক্ষ্য থাকবে রহিম আলীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন