অবশেষে শহরে আসছেন বাগান কোচ, কবে?

ট্রফি জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে দল উঠলে…

Jose Molina

ট্রফি জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে দল উঠলে ও সেবার চূড়ান্ত সাফল্য পাওয়া সম্ভব হয়নি। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁরা আটকে গিয়েছিল শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে। সেখান থেকেই শিক্ষা নিয়েছিল মেরিনার্সরা। যার প্রভাব দেখা গিয়েছিল দেশের প্রথম ডিভিশন লিগে অর্থাৎ আইএসএলে। প্রথম ম্যাচে এগিয়ে থেকে আটকে যেতে হলেও পরবর্তীতে অনায়াসেই জয়ের সরণিতে ফিরেছিল মেরিনার্সরা। পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল জেসন কামিন্সরা।

Advertisements

দেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে একই মরসুমে লিগ শিল্ডের পাশাপাশি টুর্নামেন্টের কাপ জয় করেছিল সবুজ-মেরুন শিবির। দলের এমন পারফরম্যান্স নিয়ে ব্যাপক উচ্ছাস দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। যারফলে গতবারের মতো এবারও আন্তর্জাতিক মঞ্চে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন ফুটবলারদের। তাই সবদিক মাথায় রেখেই নিজেদের প্রস্তুত করতে শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। তবে আগের সিজনের দলের থেকে খুব একটা বদল আসছে না এবার। নিজেদের শক্তিশালী করতে কিছু পজিশনের জন্য হাতে গোনা কিছু খেলোয়াড়দের বদল করতে চলেছে গঙ্গা পাড়ের এই ক্লাব। ইতিমধ্যেই সেইমতো যুক্ত করা হয়েছে ভারতীয় ডিফেন্ডার টেকচাম অভিষেক সিংকে।

Advertisements

এছাড়াও শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোর নাম। আসলে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টকে বাড়তি গুরুত্ব দিয়েই এবার এগোচ্ছে মেরিনার্সরা। তবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে রিজার্ভ দলের বেশকিছু ফুটবলারদের খেলানো হলেও পরবর্তীতে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারদের। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। কিন্তু কবে কলকাতায় পা রাখতে পারেন মোহনবাগান কোচ জোসে মোলিনা? গত কয়েকদিন ধরে সেই নিয়েই দেখা দিয়েছিল জল্পনা।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১লা আগস্টের মধ্যেই শহরে এসে পড়বেন দুইবারের আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। এছাড়াও তাঁর সঙ্গে একই দিনেই দলের অনুশীলনে যোগ দিতে পারেন তাঁর সহকর্মীরা।