Sunday, December 7, 2025
HomeSports Newsচেন্নাইয়িনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার প্রসঙ্গে কী বললেন মোলিনা?

চেন্নাইয়িনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার প্রসঙ্গে কী বললেন মোলিনা?

- Advertisement -

দুর্বল হায়দরাবাদ এফসিকে পরাজিত করে নতুন বছর শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তারপর গত ডার্বি ম্যাচে ও বজায় ছিল সেই একই ধারা। যা নিয়ে খুশি ছিল সবুজ-মেরুন জনতা। কিন্তু গত জামশেদপুর ম্যাচ থেকেই আটকে যেতে হয় বাগান শিবিরকে। সেই ম্যাচে এগিয়ে থেকেও আসেনি জয়। তবে পরবর্তী অ্যাওয়ে ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। উভয়ের সহজ সুযোগ নষ্ট করার ফলে শেষ পর্যন্ত অমীমাংসিত ফলাফলে শেষ হয় আইএসএলের এই ফুটবল ম্যাচ। সেই নিয়ে যথেষ্ট হতাশ বাগান কোচ জোসে মোলিনা‌।

এই নিয়েই ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ” জামশেদপুর ম্যাচের পর খেলোয়াড়রা রিকভারি সেশনের জন্য খুব একটা সময় পায়নি। সেজন্য আমাদের এই দলের একাদশ নিয়েই আশাবাদী ছিলাম। আমার মনে হয় এটা কার্যকরী হয়েছে। বলতে গেলে ম্যাচের প্রথমার্ধে আমরা প্রতিপক্ষ দলকে সেভাবে খেলতেই দিইনি। তবে আমাদের ফাইনাল পাস, ফিনিশিং, এগুলো গোল করার পক্ষে যথেষ্ট ছিল না। আমরা আজ প্রতিপক্ষ দলের থেকে অনেকটাই এগিয়ে ছিলাম। ম্যাচের শেষ দিকে আমাদের প্রথম দলের ফুটবলারদের মাঠে আনি। গোলের সুযোগও পাই। কিন্তু ওরাও গোল করতে পারেনি।”

   

তবে শক্তিশালী চেন্নাইয়িন‌ দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট আশা নিঃসন্দেহে ইতিবাচক ভাবনার জন্ম দেবে ফুটবলারদের মধ্যে। কিন্তু এক্ষেত্রে আগের তুলনায় লড়াইটা যে অনেকটাই কঠিন হতে চলেছে সেটা ভালো মতোই বুঝতে পারছেন আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, ” টুর্নামেন্টের গত দুইটি ম্যাচে আমরা ছয় পয়েন্ট পেতে চেয়েছিলাম। কিন্তু পেয়েছি মাত্র দুই পয়েন্ট। তাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। লিগ জেতা তো মোটেই সোজা কাজ নয়। অনেক পরিশ্রম করতে হয়। তাও আমরা দুই নম্বর দলের চেয়ে অনেকটাই এগিয়ে আছি । এবার লিগের শেষ পর্যন্ত এমন ধারাই বজায় রাখতে হবে।”

আগামী ২৭শে জানুয়ারি নিজেদের হোম ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে জেসন কামিন্সরা‌। এখন এই ম্যাচকেই পাখির চোখ করছেন মোলিনা। টুর্নামেন্টের প্রথম লেগে সুনীল ছেত্রীদের বিপক্ষে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয়েছিল মেরিনার্সরা। তবে এবার বদলার লড়াই।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular