ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে আগে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। হোসে মলিনার পেপ টকের ভিডিও। অনুশীলনের সময় ফুটবলারদের মনোবল বাড়াচ্ছিলেন মনোবল। গোল করার জন্য ফুটবলারদের উজ্জীবিত করছিলেন। গোল এসেছে। একাধিক গোল এসেছে।
কিন্তু যে উদ্দেশ্যে গোল করতে বলছিলেন সেই উদ্দেশ্যে সফল হলেন না তিনি। সফল হল না মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপের ফাইনালে উঠে পরাজয়। ডোবালো সেই ডিফেন্স। নর্থ ইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। বিরতির আগে ২-০ গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন ব্রিগেড। ৯০ মিনিটের পর স্কোরলাইন হল ২-২। তারপর পেনাল্টি শুট আউটে পরাজয়। বিশাল কাইথ রোজ রোজ পেনাল্টি সেভ দলকেও রক্ষা করবেন এই ভাবনা ভুল।
দুই বিদেশি সেন্টার ব্যাককে শুরু থেকে মাঠে নামিয়ে বাজিমাত করার ছক কষেছিলেন হোসে মলিনা। চোট কাটিয়ে মাঠে নামা অধিনায়কে শুভশিস বসুও ছিলেন প্রথম একাদশে। মোহনবাগান যে ডিফেন্স সমস্যায় ভুগছে সেটা আগেই বোঝা গিয়েছিল। সেমিফাইনালে দলকে রক্ষা করেছিলেন বিশাল। এবার আর তিনি পারলেন না। মলিনাকে সমস্যার সমাধান করতেই হবে।
The name on the front of the shirt is more important than the back of the shirt, always team first💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/HuGwLHdGXN
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 31, 2024