অনবদ্য জয়, ট্রফি জয় নিয়ে আশাবাদী বাগান কোচ

পাঞ্জাব এফসিকে পরাজিত করে ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে লড়াইটা খুব একটা সহজ ছিল না জোসে মোলিনার (Jose…

Jose Francisco Molina joined Mohun Bagan

পাঞ্জাব এফসিকে পরাজিত করে ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে লড়াইটা খুব একটা সহজ ছিল না জোসে মোলিনার (Jose Francisco Molina) ছেলেদের কাছে‌। প্রথমদিকে লুকা ম্যাজেনের অনবদ্য গোলে পিছিয়ে পড়তে হলেও প্রথমার্ধের শেষে লগ্নে এসে গোল শোধ করেন সুহেল ভাট। যারফলে সমতা ফেরায় সবুজ-মেরুন।

   

দ্বিতীয়ার্ধে মনবীর সিংয়ের করা গোলে‌ মেরিনার্সরা এগিয়ে গেলেও সেটা স্থায়ী হয়নি। ফিলিপের গোলে ম্যাচে ফিরে আসে প্রতিপক্ষ দল। তারপর সময় যতো এগিয়েছে ততই চাপ বাড়িয়েছে দুই দল। তবে বাগান ডিফেন্ডারের ভুলে ব্যবধান বাড়িয়ে দেয় নরবাটোস। এরপর ম্যাচের শেষ লগ্নে অনবদ্য গোল করে যান অজি ফুটবলার জেসন কামিন্স।

স্বাভাবিক ভাবেই অমীমাংসিত থেকে যায় ম্যাচ। উল্লেখ্য, এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট অতিরিক্ত সময় না থাকায় ট্রাইবেকারে চলে যায় খেলা। সেখানেও ম্যাচের নিষ্পত্তি হয়নি। শেষ পর্যন্ত সাডেন ডেথে যবনিকা পতন। বাংলার একমাত্র দল হিসেবে ডুরান্ড সেমিতে স্থান পাকা করে ফেলে মোহনবাগান। যা নিয়ে খুশি সমর্থক সহ দলের ফুটবলাররা।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জোসে মোলিনা‌ বলেন, ‘অবশেষে সকলেই ম্যাচফিট হয়ে উঠছেন। তবে গত কয়েক সপ্তাহ ধরেই ট্রেনিং সহ বেশকিছু সমস্যা দেখা দিয়েছিল। তারপরে ও সকলে ভালো খেলেছে। তবে বেশকিছু জিনিস নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। কিন্তু আমি খুশি। দল ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেছে। দলের অনেকেই আজ এখানে এসেছিল, দলকে সমর্থন করেছে। তাঁদের সকলকে অনেক ধন্যবাদ। এরপর আমরা ঘরের মাঠে সেমিফাইনাল খেলবো। সেখানে আরো অনেক সমর্থক আসবে দলকে সমর্থন করতে।’