ট্রফি জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য মোলিনার, কী বললেন এই স্প্যানিশ কোচ?

ভারতীয় ক্লাব ফুটবলের সফল কোচের তালিকায় সবার আগে উঠে আসে আন্তোনিও লোপেজ হাবাসের নাম। আইএসএল শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তাঁর সাফল্যের সাক্ষী দেশের সকল ফুটবলপ্রেমী মানুষ। আতলেতিকো দে কলকাতা থেকে শুরু করে এটিকে, এটিকে মোহনবাগান কিংবা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রতিটি ক্ষেত্রেই দলকে সাফল্য এনে দিয়েছিলেন তিনি।

দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একবারের শিল্ড জয় করেছেন এই স্প্যানিশ ম্যাজিশিয়ান।‌ কিন্তু নতুন মরসুমে আর সবুজ-মেরুনের সঙ্গে যুক্ত থাকছেন না হাবাস। গত কয়েকদিন আগেই তাঁকে বিদায় জানিয়েছে ম্যানেজমেন্ট। পরিবর্তে জোসে ফ্রান্সিসকো মোলিনার হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে গতবারের শিল্ড জয়ীরা। তবে ভারতীয় ফুটবলে নতুন নন এই স্প্যানিশ কোচ।

   

JOSE MOLINA Mohun Bagan

পূর্বে এটিকে দলের হয়ে কোচিং করিয়েছেন তিনি। জিতিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগ। পরবর্তীতে নিজের দেশে ফিরে গেলেও এবার ফের তাঁর উপরেই ভরসা রাখছে কলকাতার এই ফুটবল ক্লাব। এখন হাবাসের দেখানো পথেই এগিয়ে যেতে চান মোলিনা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ আমি কলকাতায় এটিকে দলের কোচিংয়ে দায়িত্বে ছিলাম। এবং আমি জানি ভিন্ন ক্লাবের হয়ে এসেছি। যেটি অন্যতম বৃহৎ একটি ফুটবল ক্লাব। ভারত তথা গোটা এশিয়ার মধ্যে। যাদের অনেক ইতিহাস রয়েছে। সেইসাথে বহু ফুটবলপ্রেমী সমর্থক রয়েছে।’

এই সবদিক মাথায় রেখেই নতুন মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মোলিনা। হাবাস যেখানে শেষ করেছেন সেখান থেকেই লড়াই শুরু করে মরসুম শেষে দলকে সাফল্য এনে দিতে চান সবুজ-মেরুনের নতুন কোচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন