মোহন কর্তার ‘অসুস্থতায়’ বাতিল বাগান বৈঠক

দেশের ফুটবল (Indian Football) সংস্কৃতি যেখানেই আলোচিত হয়, মোহনবাগান নাম অতি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ক্লাবের ঐতিহ্য, তার ইতিহাস এবং সমর্থকদের নিষ্ঠা যে কোনও ফুটবল…

Mohun Bagan Club Executive Committee Meeting Postponed

দেশের ফুটবল (Indian Football) সংস্কৃতি যেখানেই আলোচিত হয়, মোহনবাগান নাম অতি শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। ক্লাবের ঐতিহ্য, তার ইতিহাস এবং সমর্থকদের নিষ্ঠা যে কোনও ফুটবল সংগঠনকে ছাপিয়ে যায়। এর পাশাপাশি, ক্লাবের পরিচালনা ও কর্তৃপক্ষের বিভিন্ন সিদ্ধান্তও সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে। সম্প্রতি মোহনবাগানের (Mohun Bagan) এক্সিকিউটিভ কমিটির বৈঠক (Executive Committee Meeting) স্থগিত হওয়ায় ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বেড়ে গিয়েছে।

   

শনিবার তথা ১৫ ফেব্রুয়ারি ২০২৫ মোহনবাগান ক্লাবের ১৭তম এক্সিকিউটিভ কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। তবে হটাৎই স্থগিত করে দেওয়া হয় বৈঠক। ক্লাবের তরফ থেকে জানানো হয়, সচিব অসুস্থ হয়ে পড়েছেন তাই বৈঠকটি আপাতত হবে না। এটি ছিল এমন এক বৈঠক, যা সম্পর্কে সমর্থকরা বিশেষ আগ্রহী ছিলেন, কারণ অনেকেই মনে করছিলেন যে বৈঠকের পরই মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে ঘোষণা আসতে পারে।

গত মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি মোহনবাগান ক্লাব তাদের পক্ষ থেকে এক নোটিশ জারি করে জানানো হয়েছিল ১৭তম এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে জানুয়ারি মাসের বার্ষিক সাধারণ সভায় আলোচনা হওয়া বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সাধারণ সভায় মূলত মোহনবাগানের নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে এবং ওই সভায় প্রায় সবারই ধারণা ছিল যে, আগামী নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার জন্য এই বৈঠক এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে সেই আশা পূর্ণ হয়নি। বৈঠক স্থগিত হওয়ার পর, সমর্থকরা এখন আবার অপেক্ষায় আছেন যে, ক্লাব কর্তৃপক্ষ কবে পরবর্তী বৈঠকের তারিখ জানাবে এবং সেই বৈঠকে নির্বাচনের বিষয়ে কোনও ঘোষণা হবে কিনা।

মোহনবাগানের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ ২৮ মার্চ ২০২৫ তারিখে শেষ হবে। এই তারিখের পর, ক্লাবের মধ্যে নতুন কমিটি গঠন করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর এই নির্বাচনের দাবিটি ক্রমশই জোরালো হয়ে উঠেছে। সমর্থকরা বার্ষিক সাধারণ সভায় একত্রিত হয়ে নির্বাচন দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য আবেদন জানাচ্ছিলেন। সেই সময়ে, প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, সোসাইটি হিসেবে রেজিস্টার্ড কোনও ক্লাবের কার্যকরী কমিটি তিন বছরের বেশি ক্ষমতা ভোগ করতে পারে না। এই কারণে, দ্রুত নির্বাচন আয়োজনের ওপর জোর দেন তিনি। সৃঞ্জয় বোসের বক্তব্যটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মোহনবাগানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের ক্ষেত্রে এরকম এক নিয়ম মেনে চলা আবশ্যক। এর পর থেকেই সমর্থকদের মধ্যে নির্বাচনের বিষয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।

অতএব, আজকের বৈঠকটি স্থগিত হওয়ার পর সবুজ-মেরুন শিবিরের সমর্থকরা এক বিশাল প্রশ্নের মুখোমুখি। মোহনবাগানের ভবিষ্যত কী? ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকগুলো কী সময়মতো হবে? নতুন কমিটি গঠন হবে কবে? নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হবে কীভাবে? এই সব প্রশ্নের উত্তর জানতে সমর্থকদের এখন অপেক্ষা করতে হবে।

মোহনবাগান ক্লাবের ইতিহাসে রাজনৈতিক, সাংগঠনিক ও নির্বাচনী পরিবর্তনগুলো কখনোই সহজ ছিল না। তবে সমর্থকদের আশা, এবার নির্বাচনের প্রক্রিয়া সহজ এবং সুষ্ঠু হবে। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, সচিবের অসুস্থতার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ জানানো হবে। এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।