Mohun Bagan: জিকসন সিংকে চূড়ান্ত করার পথে মোহনবাগান

Jeakson Singh

এবারের এই ফুটবল মরশুমে ডুরান্ড কাপের পাশাপাশি আইএসএলের লিগশিল্ড জিতেছে মোহনবাগান (Mohun Bagan)। বলতে গেলে যথেষ্ট ভালো গিয়েছে এই মরশুম। শিল্ড জয়ের সুবাদে নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র চলে এসেছে সবুজ-মেরুনের কাছে‌। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

Advertisements

গত কয়েকদিন ধরেই এক্ষেত্রে উঠে এসেছে অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাক্লারেনের নাম। এই সিজনে মেলবোর্ন সিটির হয়ে খেললেও নতুন মরশুমের জন্য তাকে নাকি চূড়ান্ত করে ফেলেছে ময়দানের এই প্রধান। তা সত্যি হলে, নিঃসন্দেহে বড়সড় পাওনা হবে মেরিনার্সদের।

এবারের এই সিজনের শুরুতে অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে দলে টেনেছিল বাগান ব্রিগেড। প্রথমদিকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে বাগান সমর্থকদের ভরসার অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি। আইএসএলের গোল্ডেন বুট জয়ের দাবিদার হয়ে উঠেছিলেন এই তারকা। শেষ পর্যন্ত দিমিত্রিয়স ডায়মান্টাকোসের ঝুলিতে সেই খেতাব আসলেও আগামী মরশুমে ও তাকে ভরসা করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস। এবার তার পাশে জেমি ম্যাক্লারেন যুক্ত হলে তা অনেকটাই শক্তিশালী করবে বাগানের আপফ্রন্টকে। তবে শুধু বিদেশি ফুটবলার নয়। ভারতীয় ফুটবলারদের নেওয়ার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে বাগান ম্যানেজমেন্ট।

Advertisements

এক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে ভারতীয় তরুণ জিকসন সিংয়ের নাম। এই সিজনে ইভান ভুকোমানোভিচের তত্ত্বাবধানে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল তার দল ছাড়ার কথা। এক্ষেত্রে তাকে পেতে আসরে নামে টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব।

আগামী ২০২৫ সাল পর্যন্ত তার সঙ্গে দক্ষিণের এই ক্লাবের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে এই মিডফিল্ডারকে নিতে মরিয়া মোহনবাগান সুপারজায়ান্টস। এই নিয়ে জিকসনের সাথে নাকি একপ্রস্থ কথাবার্তা ও সেরে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট। সব ঠিকঠাক এগোলে সবুজ-মেরুনে নিশ্চিত এই ফুটবলার।‌