Lalrinliana Hnamte: ইস্টবেঙ্গল থেকে আসা হামতের হ্যাটট্রিকে জিতল মোহনবাগান

Lalrinliana Hnamte

কে বলে কলকাতা ফুটবল লীগ মৃত প্রায়? বুধবার বিকেলে মোহনবাগানের ম্যাচে একের পর ঘটনা। চোখের পাতা ফেলার উপায় নেই। মোহনবাগানের বি টিম এদিন যে ফুটবল প্রদর্শন করল সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য।

টালিগঞ্জ অগ্রগামী বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। লীগের প্রথম ম্যাচে ৩ গোল দিয়ে জিতেছিল মোহন বাগান সুপার জায়ান্ট। আর দ্বিতীয় ম্যাচেই কি না ০-১ গোল পিছিয়ে দল! ব্যাপারটা হজম করতে অসুবিধা হচ্ছিল সবুজ মেরুন ক্লাব সমর্থকদের । খাতায় কলমে টালিগঞ্জের থেকে অনেক এগিয়ে বাগান। প্রথম একাদশের একাধিক ফুটবলার ইন্ডিয়ান সুপার লীগ খেলেছেন। দেশের সেরা টুর্নামেন্টে খেলা একাধিক ফুটবলার নিয়েও কি ডুবতে চলেছে পালতোলা নৌকা? প্রশ্ন উঁকি মারছিল ইতিউতি।

   

খেলা ঘোরালেন নঙ্গদম্বা নাওরেম। বাম প্রান্ত থেকে কাট করে প্রতিপক্ষের বক্সে ঢুকে ২-৩ জন খেলোয়াড়কে কাটিয়ে করলেন বিশ্ব মানের গোল। খেলায় ফিরল মোহনবাগান। স্কোরলাইন ১-১।

বিরতির পর নতুন উদ্যোমে মাঠে নামে মোহন বাগান সুপার জায়ান্ট। দৈত্যের মতোই মাঠে দাপিয়ে বেরালেন সবুজ মেরুন জার্সিধারীরা। হ্যাটট্রিক করলেন হামতে। সেই হামতে যাকে ইস্টবেঙ্গল থেকে নিয়ে এসেছিল এটিকে মোহন বাগান। সিনিয়র দলে খুব বেশি সুযোগ পাননি। এদিন বোঝালেন পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। সুহেলও নিজের নামের পাশে একটি গোল যুক্ত করেছেন। কলকাতা ফুটবল লীগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৫-১ গোল জিতল মোহন বাগান সুপার জায়ান্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন