গত ২০২০ সাল থেকেই মোহনবাগান দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করে আসছেন শুভাশিস বসু (Subhasish Bose)। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই বাঙালি ফুটবলার। সময়ের সাথে সাথে দলের কোচ বদল হলেও ডিফেন্সে সকলেরই প্রথম পছন্দ থেকেছেন এই বাঙালি ফুটবলার। প্রীতম কোটাল দল ছাড়ার পর থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামাল দিয়ে আসছেন এই লেফট ব্যাক। তাঁর তত্ত্বাবধানেই গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয় করার পাশাপাশি লিগ কাপ ও ঘরে তুলেছে সবুজ-মেরুন। দেশের একমাত্র ফুটবল দল হিসেবে এখনও পর্যন্ত এই রেকর্ড রয়েছে মোহনবাগানের।
তারপর কাপ সামনে রেখে চ্যাম্পিয়নের মডেল স্ত্রী কস্তুরী ছেত্রীর গলায় পরিয়ে পরিবারে নতুন সদস্যের আসার ইঙ্গিত দিয়েছিলেন সবুজ-মেরুন অধিনায়ক। যা নিঃসন্দেহে মন জয় করেছিল সকল সমর্থকদের। পরবর্তীতে বেবি বাম্পের ছবিও আপলোড করতে দেখা গিয়েছিল এই দম্পতিকে। অবশেষে সপ্তাহান্তে এলো সুখবর। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভাশিস পত্নী কস্তুরী। রবিবার দুপুর থেকেই সেই খবর উঠে আসছে শুরু করেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। অবশেষে কিছু ঘন্টা আগেই সোশ্যাল সাইটে নবজাতকের সঙ্গে ছবি আপলোড করলেন এই দম্পতি।
যেখানে হাসপাতালের বেডে বসে নবজাতকের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় শুভাশিস বসু ও তাঁর স্ত্রীকে। তারপর থেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ফুটবলার থেকে শুরু করে সমর্থক সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। ইতিমধ্যেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ ফুটবলার জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন, সাহাল আব্দুল সামাদ ও আলবার্তো রদ্রিগেজের মতো ফুটবলাররা। এছাড়াও জয় গুপ্তার পাশাপাশি কার্ল ম্যাকহিউ, রাওলিন বর্জেস সহ রেহানেশের মত ফুটবলাররা ও রয়েছেন সেই তালিকায়।
কন্যা সন্তানের সঙ্গে ছবি আপলোড করে তাঁরা লেখেন, “সে এসেছে। সে আমাদের সে আমাদের খুশি করেছে। আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমাদের মেয়ে।” তাঁদের এই পোষ্ট যথেষ্ট খুশি করেছেন নেটাগরিকদের।
Mohun Bagan SG captain Subhasish Bose and wife Kasturi Chhetri welcome their newborn daughter. The couple shared a heartwarming photo on social media, earning congratulations from fans and footballers alike.