গত রবিবার নয়া ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সেদিন সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব ওডিশা এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে দিমিত্রি পেত্রাতোসের করা একমাত্র গোলে ঘরের মাঠে আসে জয়। তাছাড়া এই ম্যাচে পুরো পয়েন্ট পাওয়ার সুবাদে লিগের কয়েক ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয়বারের মতো লিগ শিল্ড জয় করে সবুজ-মেরুন ব্রিগেড।
ভারতীয় ক্লাব ফুটবলে প্রথম কোন ও দল হিসেবে এই খেতাব জয় করেছে মেরিনার্সরা। তবে সেখানেই শেষ নয়। এবারের এই প্রথম ডিভিশন ফুটবল লিগে এখনও পর্যন্ত ৫২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের ইতিহাসে প্রথম কোন ও দল হিসেবে এই সাফল্য পেয়েছে ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর মোহন জনতা। বলতে গেলে সেই জয়ের ঘোর এখনও রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। এবার এই অভূতপূর্ব ছন্দের মধ্যে দিয়েই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দিমিত্রি পেত্রাতোসদের।
এখন সেদিকেই নজর রয়েছে বাগান জনতার। সূচি অনুসারে দেখলে আগামী ৩রা মার্চ ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। কিন্তু তাঁর আগেই গত মঙ্গলবার সন্ধ্যায় ভূতনাথ মন্দিরে সস্ত্রীক পুজো দিয়ে গেলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। কিছু ঘন্টা আগেই সেই সম্পর্কিত বেশকিছু ছবি নেট মাধ্যমে আপলোড করেন তাঁর স্ত্রী কস্তুরী ছেত্রী। যেখানে ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মহাদেব দর্শন ও স্থানীয় বেশকিছু খাওয়ারের স্বাদ গ্ৰহন করতে দেখা যায় এই দম্পতিকে।
বর্তমানে সেই সমস্ত ছবি নিঃসন্দেহে মন জয় করেছে বাগান অনুরাগীদের। গত রবিবার শিল্ড জয়ের পর এবার ইশ্বরের আশির্বাদ সঙ্গে নিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়াই এখন অন্যতম লক্ষ্য বাগান ফুটবলারদের।