মোহনবাগানের পাখির চোখ হতে পারে ACL 2

সামনের মরসুমের জন্য আরও শক্তিশালী দল গড়ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কথা মাথায় রেখে গড়া হচ্ছে দল। বাগানের পাখির চোখ…

Mohun Bagan SG Indian Super League

সামনের মরসুমের জন্য আরও শক্তিশালী দল গড়ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কথা মাথায় রেখে গড়া হচ্ছে দল। বাগানের পাখির চোখ হতে পারে ACL 2।

   

মোহনবাগান ছাড়ার পর হামতের পোস্ট, কমেন্ট করলেন কোলাসো

গত মরসুমেও এশিয়ান টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিযোগিতায় ভাল ফল করার লক্ষ্যে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের দলে নিয়ে এসেছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। কিন্তু কাজের কাজ হয়নি। গ্রূপ পর্বের বাধাই অতিক্রম করতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট।

বিদেশি ক্লাব ছাড়াও ওডিশা এফসি, মুম্বই সিটি এফসির মতো ক্লাবের কাছেও বারবার বাধা পেয়েছিল সবুজ মেরুন তরী। ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে বারবার ছন্দ পতন হয়েছিল সুপার জায়ান্টের। স্কোয়াডে এক ঝাঁক নামী ফুটবলার থাকলেও দলের পারফরম্যান্স বারংবার পড়েছিল সমালোচনার মুখে। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে লিগ শিল্ড জয় করেছিল সবুজ মেরুন ব্রিগেড। তারও আগে মরসুমের শুরুতে ক্লাবে এসেছিল ডুরান্ড কাপ।

এরিকসনকে দলে নেওয়ার চেষ্টায় কেরালা ব্লাস্টার্স?

মোহনবাগান সুপার জায়ান্টের যা স্কোয়াড তাতে আরো সাফল্য পাওয়ার প্রত্যাশা করেন ক্লাবের সমর্থকরা। আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও ভাল পারফরম্যান্স করার ব্যাপারে আশা রাখছেন মোহনবাগানের সমর্থকরা। কর্মকর্তারাও সেটা বোঝেন। ভাল দল গড়ছেন ভাল ফলাফল লাভ করার জন্য। ইন্ডিয়ান সুপার লিগের সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-কেও পাখির চোখ করছে মোহনবাগান সুপার জায়ান্ট।