বহু প্রতিক্ষীত কলকাতা ডার্বি’তে এসেছিল জয়। কিন্তু সেই ডার্বি এখন অতীত সবুজ-মেরুন (Mohun Bagan) শিবিরে। ডার্বি’র ২৪ ঘন্টা না কাটতেই অনুশীলনে নেমে পরলো এটিকে মোহনবাগান।
Advertisements
কোচ জুয়ান ফেরান্দোর নির্দেশ মাঠে নামতেই হবে প্রাক্টিসে। তিনি নিজেও এসেছিলেন প্রস্তুতি’তে। পোগবা,বুমোস, কাউকো – সকলেই এদিন গা ঘামালেন।
এদিন বাড়তি পরিশ্রম করতে দেখা গেছে ফারদিন আলী মোল্লা এবং কিয়ান নাসিরি’কে। আসন্ন মরশুমে বাগানের স্প্যানিশ কোচ এই দুই যুব ফুটবলারের উপর বাড়তি দায়িত্ব তুলে দিতে চলেছেন সেটা স্পষ্ট একপ্রকার।
Advertisements
এখনও ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত নয় মোহনবাগানের৷ তাছাড়া ৭ সেপ্টেম্বর এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ, তাই কোনও ভাবেই সময় নষ্ট করা যাবেনা প্রস্তুতি’তে৷ তাই দল নিয়ে জোরকদমে অনুশীলন শুরু করলেন সবুজ মেরুন কোচ।