Mohun Bagan: ডার্বির আগে বাড়তি অক্সিজেন বাগানের, চলে এলেন আরেক স্প্যানিশ

গত মরশুমে অনবদ্য পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়ে আইএসএল জয় করার পর এবারও অনবদ্য পারফরম্যান্স দিয়ে মরশুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan ) দল।

Antonio Lopez Habas

গত মরশুমে অনবদ্য পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়ে আইএসএল জয় করার পর এবারও অনবদ্য পারফরম্যান্স দিয়ে মরশুম শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan ) দল। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই বাংলাদেশ সেনা দলকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে কলকাতার এই প্রধান। যা দেখে খুশি দলের সমর্থকরা।

বর্তমানে আগামী ১২ ই আগস্টের দিকে নজর সকলের। যেখানে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে হবে মোহনবাগান দলকে। এসবের মাঝেই আজ সকালে শহরে এসে গেলেন দলের নতুন টিডি অ্যান্তোনিও লোপেজ হাবাস (Spanish TD Antonio Lopez Habas )। আজ সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পা রাখেন এই আইএসএল জয়ী ব্যক্তিত্ব। যা নিঃসন্দেহে বিরাট সুখবর মেরিনার্সদের জন্য।

   

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ডার্বি ম্যাচে মাঠে নামার আগে আজ কিশোর ভারতী স্টেডিয়ামে শক্তিশালী পাঞ্জাব এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান দল। গত ম্যাচে বাস্তব রায়কে দলের দায়িত্ব দেওয়া হলেও এবার শক্ত হাতে হাল ধরবেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দো। সেজন্য আজ থেকেই দলের ডাগ আউটে থাকবেন তিনি। পাশাপাশি তার সহকারী হিসেবে দেখা যাবে জুনিয়র দলের কোচ বাস্তব রায়কে।

বিশেষ সূত্র মারফত খবর, আজ সকালে শহরে আসার পর সামান্য বিশ্রাম নিয়েই নাকি সেই ম্যাচ দেখতে কিশোর ভারতী যাবেন বাগানের নতুন টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাস। সব ঠিকঠাক থাকলে পরেরদিন থেকেই নিজের কাজ শুরু করে দিতে পারেন তিনি। যারফলে, আসন্ন কলকাতা ডার্বির আগে যেন বাড়তি অক্সিজেন পেতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস।

উল্লেখ্য, নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বহুদিন আগেই মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছিল আইএসএল জয়ী এই প্রাক্তন কোচের নাম। যারফলে, এবার সবুজ-মেরুনের বিভিন্ন বিভাগের পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে এই স্প্যানিশ ব্যক্তিত্বকে। সেইসঙ্গে দলের প্রযুক্তিগত দিক সামাল দেওয়ার ও দায়িত্ব থাকবে হাবাসের হাতে। এবারের এই ফুটবল মরশুমে ফেরেন্দো ও হাবাসের যুগলবন্দী সবুজ-মেরুন ব্রিগেডের উন্নতি সাধনে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার।