Mohun Bagan: একলপ্তে তিন বিদেশি ফুটবলারকে বিদায় জানাল মোহনবাগান

গত আইএসএল ফাইনালে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে পরাজিত করে খেতাব জয় করেছিল মুম্বাইসিটি এফসি। ঘরের মাঠের এই পরাজয় নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সেই…

Mohun Bagan Bids Farewell to Three Foreign Footballers Simultaneously

গত আইএসএল ফাইনালে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দলকে পরাজিত করে খেতাব জয় করেছিল মুম্বাইসিটি এফসি। ঘরের মাঠের এই পরাজয় নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সেই টুর্নামেন্টের শিল্ড জয় করার সুবাদে এই নতুন সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের যোগ্যতাঅর্জন করেছে দেশের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সকলের কাছে।

সেজন্য, আগের থেকে আরো শক্তিশালী দল গঠন করাই অন্যতম লক্ষ্য ছিল ম্যানেজমেন্টের। যারফলে একাধিক ফুটবলারদের বিদায় জানানোর পরিকল্পনা ছিল তাদের।

   

সেইমতো আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইটে একাধিক ফুটবলারদের বিদায় জানায় মোহনবাগান সুপারজায়ান্টস। যাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা ব্র্যান্ডন হ্যামিল থেকে শুরু করে ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো এবং স্প্যানিশ ফুটবলার হেক্টর ইউস্তে। উল্লেখ্য, গত সিজনে একেবারেই নজর কাড়তে পারেননি হ্যামিল।

হাতে গোনা কয়েকটি ম্যাচেই তাকে মাঠে নামিয়েছেন বাগান কোচ। সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি এই ফুটবলার। তাই এবার এই অজি ফুটবলারকে বিদায় জানাল সবুজ-মেরুন। তবে বাকি দুই ফুটবলারের বিদায় নিঃসন্দেহে হতাশ করেছে মেরিনার্সদের‌।

উল্লেখ্য, গত মরশুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে জনি কাউকোর। চোট সমস্যা কাটিয়ে দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন এই ফুটবলার। বলতে গেলে তার সক্রিয়তায় সেই মরশুমে শিল্ড জয় করে দল। এছাড়াও হেক্টর ইউস্তের বুড়ো হাড়ের ভেল্কি ও দেখেছে বাগান জনতা। দলের রক্ষনভাগে তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরম্যান্সে। কিন্তু নতুন মরশুমে তার বিকল্প হিসেবে একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের।