জেমিকে ছাড়াই অনুশীলন শুরু করল মোহনবাগান

ডুরান্ড কাপ এখন অতীত। ইন্ডিয়ান সুপার লিগ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আগামী ১৩ সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের প্রথম ম্যাচ…

Mohun Bagan Begins Practice Sessions Without Star Striker Jamie Maclaren

ডুরান্ড কাপ এখন অতীত। ইন্ডিয়ান সুপার লিগ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। আগামী ১৩ সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মুম্বাই সিটি এফসি। আগত এই ম্যাচ থেকেই জয়ে ফিরতে চাইছেন বাগান কোচ জোসে মোলিনা‌।

   

ডুরান্ড ফাইনালের পর ফুটবলার দিন তিনেকের ছুটি ছিল সকল ফুটবলারদের। তারপর গত বুধবার বিকেল থেকেই অনুশীলনে যোগদান করতে দেখা যায় সকল ফুটবলারদের। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন বিদেশি ফুটবলাররা। বর্তমানে একাধিক ফুটবলার জাতীয় শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের বাদ দিয়েই স্বমহিমায় অনুশীলন শুরু করেন জোসে মোলিনা‌। যেখানে চোট সারিয়ে ফিরতে দেখা যায় ভারতীয় তারকা আশিক কুরুনিয়ানকে।

অপরদিকে গত ফাইনাল ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন বিদেশি তারকা আলবার্তো রদ্রিগেজ। যারফলে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। পরবর্তীতে জানা যায় আলবার্তোর চোটের গভীরতা। সেই অনুযায়ী আসন্ন আইএসএলের প্রথম ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না তিনি। যা কিছুটা হলেও চাপে রাখবে সবুজ-মেরুনের রক্ষণভাগকে। তবুও নিজেদের সেরা একাদশ মাঠে নামানোই অন্যতম লক্ষ্য স্প্যানিশ কোচের।

এছাড়াও চোটের সমস্যা কাটিয়ে এখনও দলের সঙ্গে যোগ দেননি অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তবে যতদূর খবর, আগামী বৃহস্পতিবার থেকেই দলের সঙ্গে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ান গোলমেশিন। সব কিছু সামলে তাঁকে দ্রুত মাঠে নামাতে মরিয়া বাগান ম্যানেজমেন্ট।