চাপের মুখ থেকে ম্যাচ বের করার বহু অভিজ্ঞতা রয়েছে মোহনবাগানের (Mohun Bagan)। প্রেসার কুকার সিচুয়েশন থেকে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) যা পারল না এবারের ইন্ডিয়ান সুপার লিগে (ISL)।
সঞ্জয় সেনের হাত ধরে আই লিগ খেতাব পেয়েছিল মোহনবাগান। ২০১৪-১৫ মরশুমের আই লিগে লড়াই চলেছিল মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসির মধ্যে। বাগানের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছিল বেঙ্গালুরু।
বেলো রজ্জাকের সেই হেড হয়তো কোনও দিন ভুলবেন না মোহনবাগান সমর্থকরা। পরে কিবু ভিকুনার হাত ধরেও ট্রফি এসেছিল বাগান তাঁবুতে। সেবার একপেশে হয়েছিল টুর্নামেন্ট। কিন্তু ২০১৪-১৫ মরশুমের লড়াইটা মনে রাখার মতো।
এটিকে মোহন বাগানের কাছ থেকেও অনুরূপ কিছু আশা করেছিলেন মোহন সমর্থকরা। কিন্তু তা হয়নি। জামশেদপুর এফসির কাছে হেরে শিল্ড হাতছাড়া । পরে সেমিফাইনাল থেকে বিদায়। দ্বিতীয় লেগের ম্যাচে চেষ্টায় কোনও ত্রুটি রাখেনি দল। তবুও হয়নি শেষ রক্ষা। প্রেসার কুকার সিচুয়েশন থেকে বেরিয়ে চ্যাম্পিয়ন হতে পারল না এটিকে মোহন বাগান।