টানা দ্বিতীয় জয় মোহনবাগানের, বিতর্কে ভরা ব্যারাকপুরের ম্যাচ

কলকাতা লিগ ২০২৫ (CFL 2025) দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে বড় ব্যবধানে হারানোর পর সোমবার সবুজ-মেরুনের তরুণ দল ২-০…

Mohun Bagan beat Railway AC by 2-0 in CFL 2025

কলকাতা লিগ ২০২৫ (CFL 2025) দ্বিতীয় জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে বড় ব্যবধানে হারানোর পর সোমবার সবুজ-মেরুনের তরুণ দল ২-০ ব্যবধানে পরাজিত করল রেলওয়ে এফসিকে (Railway AC)। তবে মাঠের লড়াই ছাড়াও এই ম্যাচে নজর কাড়ল চোট, বিশৃঙ্খলা ও রেফারির বিতর্কিত সিদ্ধান্ত।

ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় মোহনবাগান। মাত্র ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন অধিনায়ক সন্দীপ মালিক। রেলওয়ে গোলকিপার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের ভুলে গোলের সুযোগ পান সালাউদ্দিন। গতিপথ বুঝতে না পেরে গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন সুদীপ্ত। সেই মুহূর্তে সালাউদ্দিনের উইং থেকে বাড়ানো বলে হেড করে গোল করেন সন্দীপ।

   

বৃষ্টিভেজা মাঠে খেলোয়াড়দের নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল স্পষ্ট। ৩৫ মিনিটে চোট পান রেলওয়ের প্রতিশ্রুতিমান ফুটবলার তারক হেমব্রম। অ্যাম্বুলেন্স থাকলেও প্রথমিক চিকিৎসা ও বহনের ব্যবস্থা ছিল চূড়ান্ত অব্যবস্থাপূর্ণ। এই ঘটনায় ক্ষুব্ধ বাংলার ফুটবল প্রেমীরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা চরমে ওঠে। খেলার ৬০ মিনিটে দুই দলের মধ্যে বচসা বাধে। ধাক্কাধাক্কির জেরে রেফারি লাল কার্ড দেখান মোহনবাগানের সালাউদ্দিন এবং রেলওয়ের গোলকিপার তথা অধিনায়ক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, ডিফেন্ডার সৌমিক কোলে এবং অভিষেক আইচকে। হলুদ কার্ড দেখানো হয় সাহিল এবং অনিকেতকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। ম্যাচের মধ্যেই রিজার্ভ বেঞ্চ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisements

মোহনবাগান ম্যাচের বাকি সময় ১০ জনে খেলে, রেলওয়ে নামে ৮ জনে। সেই সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় শিবম মুন্ডা অতিরিক্ত সময়ে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। যদিও এর আগে একটি সহজ সুযোগ তিনি নষ্ট করেছিলেন।

এই নিয়ে তিনটি ম্যাচে দুটি জয় পেল মোহনবাগান। একদিকে তরুণদের আগ্রাসী খেলা। অন্যদিকে ম্যাচ পরিচালনায় বারবার অব্যবস্থার চিত্র সব মিলিয়ে কলকাতা লিগের এই ম্যাচ ঘিরে তৈরি হল নানা বিতর্ক। তবে আপাতত জয় নিয়েই খুশি সবুজ-মেরুন শিবির।

Mohun Bagan beat Railway AC by 2-0 in CFL 2025