আজ সোমবার মুম্বাই ফুটবল এরিনায় ওড়িশা এফসির মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি। শীর্ষ স্থানের জন্য দুই দলই রয়েছে দৌড়ে। সেই সঙ্গে লিগ শিল্ড জয়ের অংক। মুম্বাই-ওড়িশা ম্যাচের দিকে তাকিয়ে থাকবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।
২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই সিটি এফসি। তাদের পরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (৪২) এবং ওড়িশা এফসি (৩৯)। ওড়িশা এফসি তাদের শেষ পাঁচটি লিগ ম্যাচে দু’বার জিতেছে এবং ড্র করেছে।
আগের ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে ৩-১ গোলে জিতে ফর্মে ফিরেছে ওড়িশা এফসি। একইভাবে মুম্বাই সিটি এফসি তাদের শেষ ম্যাচে হায়দরাবাদ এফসিকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে। ফলত আজকের ম্যাচে নামার আগে দুই দলই রয়েছে ফর্মে। মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসির বিরুদ্ধে তাদের শেষ চারটি ম্যাচে তিনবার জিতেছে এবং একবার ড্র করেছে। আইল্যান্ডাররা এই মরসুমে তাদের হোম ম্যাচ থেকে ২১ পয়েন্ট অর্জন করেছে।
মুম্বাই সিটি শেষ ১৮ টি ম্যাচের মধ্যে কেবল একবারই হোম ম্যাচে একটির বেশি গোল হজম করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জামশেদপুর এফসির কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হয়েছিল মুম্বাই। এছাড়া দলটি ১১টি ম্যাচ জিতেছে এবং চারবার ড্র করেছে, হেরেছে মাত্র তিনবার। পরিসংখ্যান অনুযায়ী এই মরসুমে ম্যাচের শেষ ১৫ মিনিটে নয়টি গোল করেছে। এ ব্যাপারে সমকক্ষ পরিসংখ্যানে রয়েছে জামশেদপুর এফসি।
মুম্বাই ওড়িশা এফসির বিরুদ্ধে জিতলে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে পয়েন্টের ব্যবধান বৃদ্ধি পাবে। ওড়িশা এফসি জিতলেও চাপ বাড়বে বাগানের ওপর। ম্যাচ ড্র হলে কিছুটা স্বস্তি পেতে পারে বাগান।