আগামী বুধবার রয়েছে কলকাতা ফুটবল লিগের (CFL) দুই হাইভোল্টেজ ম্যাচ। একদিকে নৈহাটির ফুটবল স্টেডিয়ামে মেসার্স ক্লাবের বিপক্ষে খেলতে নামবে ডেগি কার্ডোজোর শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী মোহনবাগান ক্লাবের মাঠে এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত মেলেনি অনুমতি। যারফলে শেষ পর্যন্ত বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে স্থানান্তরিত হয় ময়দানের এই প্রধানের ম্যাচ। গত ডার্বি ম্যাচের হতাশা ভুলে এবার এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে কিয়ান নাসিরিদের।
সেইমতো সকলকে প্রস্তুত করছেন বাগান কোচ। তবে শুধুমাত্র একটি ম্যাচ নয়। বুধবার আরও একটি ম্যাচ রয়েছে এই প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের। যেখানে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে হবে পিয়ারলেস ফুটবল দলকে। হিসাব অনুযায়ী দেখলে বর্তমানে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে একবারের সিএফএল জয়ী এই ফুটবল ক্লাব। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি জয়ের পাশাপাশি দুইটি ড্র রয়েছে পিয়ারলেস ফুটবল ক্লাবের। তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব।
হিসাব অনুযায়ী সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেলেও বাকি ম্যাচ গুলিতে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে পিয়ারলেস দলের। সূচি অনুসারে আগামী ১৩ই আগস্ট উলুবেড়িয়া স্টেডিয়ামে উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলতে নামার কথা ছিল পিয়ারলেস দলের। তবে অনিবার্য কারণবশত বদল এসেছে সেক্ষেত্রে। যারফলে নির্ধারিত সময় ম্যাচ আয়োজিত হলেও বদলেছে ম্যাচের ভেন্যু।
নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বুধবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে গ্ৰুপ বি এর এই হাইভোল্টেজ ম্যাচ।