এএফসির কড়া শাস্তি, টানা দুই সিজন নির্বাসিত মোহনবাগান

Mohun Bagan squad

শেষ কয়েক সিজনে ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট আধিপত্য থেকেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি লিগ শিল্ড ও এসেছিল তাঁদের ঘরে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ চলে এসেছিল একাধিকবার। স্বাভাবিকভাবেই এশিয়ার বুকে ক্লাবের সাফল্যের আশায় বুক বেঁধেছিল আপামর সবুজ-মেরুন জনতা। সেইমতো দাপটের সাথেই টুর্নামেন্ট শুরু করে এসেছে মোহনবাগান। কিন্তু গত সিজনে ছন্দ পতন হয়েছিল ট্রাক্টর এফসি ম্যাচ থেকে।

সেইসময় মধ্য প্রাচ্যের বুকে যুদ্ধকালীন পরিস্থিতি থাকায় দল পাঠায়নি ম্যানেজমেন্ট। পরবর্তীতে নিজেদের সোশ্যাল সাইটকে কাজে লাগিয়ে ভারতের এই ফুটবল দলকে যথেষ্ট কটাক্ষ করতে দেখা গিয়েছিল ইরানের দলটিকে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল দেশের ফুটবলপ্রেমীদের। কিন্তু সেই হতাশা কাটিয়ে পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। সেইমতো গতবার ও নিজেদের দাপট দেখিয়েছিল জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসরা। স্বাভাবিকভাবেই ফের এএফসির ছাড়পত্র এসেছিল তাঁদের কাছে। প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরেও পরাজিত হতে হয়েছিল ঘরের মাঠে‌।

   

তারপরে ও অনেকে আশা করেছিল যে বিদেশের মাটিতে হয়তো নিজেদের সেরাটা দেওয়ার জন্য লড়বে সবুজ-মেরুন। কিন্তু সেটা আর হল কোথায়। এবার ও ইরান যাত্রা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল দলের অন্দরে। শেষ পর্যন্ত আর দল পাঠায়নি ম্যানেজমেন্ট। টানা দুইবার এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভের সঞ্চার ঘটিয়েছিল সমর্থকদের মধ্যে। পরবর্তীতে সেই নিয়ে প্রতিবাদে ও সর্ব হতে দেখা গিয়েছিল দলের সমর্থকদের। কিন্তু এমন আচরণ এএফসির তরফে যে খুব একটা সুখকর সিদ্ধান্ত আসবে না সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন সকলে। সেটাই স্পষ্ট হয়ে গেল এবার। অবশেষে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল এএফসির ডিসিপ্লিনারি কমিটি।

সেই অনুযায়ী এবার আসন্ন দুটি সিজনে এএফসির টুর্নামেন্টে অংশ গ্ৰহন করতে পারবে না মোহনবাগান সুপার জায়ান্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। যারফলে দেশীয় ফুটবলে ভালো পারফরম্যান্স থাকলেও আপাতত আন্তজার্তিক মঞ্চে খেলতে পারবে না ময়দানের এই প্রধান। শোনা গিয়েছে, এর পাশাপাশি আর্থিক জরিমানা ও নাকি করা হয়েছে তাঁদের তরফে। সেই নিয়ে এখন নড়েচড়ে বসেছে ম্যানেজমেন্ট। বিশেষ সূত্র মারফত খবর, বর্তমানে এএফসির তরফে চিঠি আসার অপেক্ষায় রয়েছে বাগান শিবির। তারপরেই হয়তো সিএএসে যেতে পারেন কর্তারা। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন