যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের সামনে খেলতে নামবে এটিকে মোহনবাগান। এএফসি কাপে প্রাথমিক পর্বের লড়াইয়ে ১২ এপ্রিল যুবভারতীতে সবুজ-মেরুনের প্রতিপক্ষ শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার এফসি।
শ্রীলঙ্কার দলটি মোহনবাগান ফুটবলারদের কাছে অচেনা। ইতিমধ্যেই ফুটবল বিশেষজ্ঞদের মতে, সহজেই রাউন্ড টু এর এই ম্যাচ জিতে যাবে এটিকে মোহনবাগান। কিন্তু সেরকম ভাবছেন না সবুজ-মেরুণ হেড কোচ জুয়ান ফেরান্ডো। ফেরান্ডো এটিকে মোহনবাগান মিডিয়াকে বলেন, শ্রীলঙ্কার ব্লু স্টারকে খাটো করে দেখার কোনও কারণ নেই। দলটার পাসিং খুব ভাল। মাঝেমধ্যে প্রেসিং ফুটবল খেলে। কিছুক্ষণ স্লো ফুটবল খেলতে খেলতে হঠাতই আক্রমণে ওঠে। আর তাতেই বিপক্ষের গোলের মুখ খুলে যায়।
কারণ খেলাটা নব্বই মিনিটের। সেই সময়ের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। শেষ দশ মিনিট অবশ্য ব্লু স্টার তেমন ভাল খেলেনি। তাতে অনেকেই ভাবছেন ওরা আহামরি দল নয়। তবে আমি তা মানতে নারাজ। ব্লু স্টারের খেলার ধরণ নিয়েও বিশ্লেষণ শুরু করে দিয়েছেন ফেরান্ডো। লং বল খেলার প্রবনতা, রাইট ব্যাক থেকে খেলা ঘোরাতে লেফট উইং-এ বল পাঠানোর খেলা – সব রকম খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখছেন।