দিন দুয়েক বাকি। তারপর ১৬ই সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত মরসুমে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মেলে ধরার খুব একটা সুযোগ হলেও এবার নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ মেরিনার্সদের। তাই এবারের ডুরান্ড কাপের পর থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন স্প্যানিশ কোচ হোসে মোলিনা। সাহাল আব্দুল সামাদ থেকে শুরু করে অনিরুদ্ধ থাপার মতো ভারতীয় ফুটবলারদের পাশাপাশি জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা ও রয়েছেন বর্তমানে দারুন ছন্দে। এছাড়াও কিছুদিন আগেই শহরে এসেছেন আরেক বিদেশি রবসন রবিনহো। তাঁর উপর বিশেষ প্রত্যাশা থাকবে সকলের।
১৬ সেপ্টেম্বর আহাল এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের (Mohun Bagan) হোম ম্যাচ, কোচ মোলিনার প্রস্তুতি
সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আহাল এফসি। লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। সেইকথা মাথায় রেখেই খেলোয়াড়দের সব রকম ভাবে প্রস্তুত করেছেন বাগান কোচ। পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করার আগে নিজেদের শক্তি পরোখ করে নেওয়ার জন্য কিছুদিন আগেই এফসি গোয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে ক্লোজড ডোর ম্যাচ খেলেছে সবুজ-মেরুন। যেখানে প্রায় দলের সকল ফুটবলারদের পরখ করে দেখেছেন হোসে মোলিনা। এবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার অপেক্ষা। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের।
জেমি ম্যাকলারেন-রবিনহোর দাপট, বিদেশি তারকাদের (Mohun Bagan) নিয়ে শক্তিশালী স্কোয়াড
কিন্তু কোথায় দেখা যাবে এই ম্যাচ। সেই নিয়ে গত কয়েকদিন পর্যন্ত ধোঁয়াশা ছিল সকলের। তবে সময়ের সাথে সাথেই স্পষ্ট হয়ে গিয়েছিল সম্প্রচারের বিষয়টি। যারফলে ফ্যান কোডের মাধ্যমে নিজেদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন বাগান সমর্থকরা। এবার সেই টুর্নামেন্ট নিয়েই বিশেষ ম্যাচ পাস নিয়ে আসলো এই ওটিটি সংস্থা। সেই অনুযায়ী ৬৯ টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ গুলি দেখার সাবস্ক্রিপশন নিতে পারবেন সমর্থকরা। ইতিমধ্যেই ফ্যান কোডের অফিসিয়াল সাইটে ছাড়া হয়েছে সেটি। তবে সেখানেই শেষ নয়।
ফ্যানকোডের স্পেশাল পাস: ৬৯ টাকায় Mohun Bagan ম্যাচ, ৯৯ টাকায় পুরো টুর্নামেন্ট
মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের সকল ম্যাচ দেখার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে ও থাকছে বিশেষ ব্যবস্থা। এক্ষেত্রে ৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।