চার বিদেশির ভিসা নিয়ে সমস্যা ইস্যুতে এএফসিকে চিঠি মোহনবাগানের

দিন পাঁচেকের অপেক্ষা। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) টায়ার টুয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে হোসে মোলিনার ছেলেরা (Mohun Bagan SG )। যেখানে তাঁদের…

How to Watch Mohun Bagan vs Ahal FC Live Stream AFC CL Two 2025

দিন পাঁচেকের অপেক্ষা। তারপরেই এএফসি চ্যাম্পিয়নস লিগ (AFC Champions League) টায়ার টুয়ের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে হোসে মোলিনার ছেলেরা (Mohun Bagan SG )। যেখানে তাঁদের লড়াই করতে হবে ইরানের শক্তিশালী দল সেপাহন এফসির সঙ্গে। আহাল ম্যাচের তুলনায় এবার অনেক বেশি কঠিন হতে চলেছে এই ম্যাচ। সেটা ভালো মতই জানেন দলের সকল ফুটবলাররা। একদিকে যেমন নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান, অন্যদিকে ঠিক তেমনভাবেই প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছে সেপাহন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে পরাজিত করে টুর্নামেন্টে জয় পেতে চাইবে ইরানের দলটি।

অপরদিকে নিজেদের সীমিত শক্তি নিয়ে জয় পাওয়ার লক্ষ্য মোলিনার। কিন্তু এক্ষেত্রে বহু আগে থেকেই বিদেশি ফুটবলারদের ভিসাগত সমস্যা যথেষ্ট চিন্তায় রেখেছিল ম্যানেজমেন্টকে। আসলে সবুজ-মেরুনে এমন চারজন ফুটবলার রয়েছেন যারা অস্ট্রেলিয়া এবং আমেরিকার ভিসা নিয়ে ভারতে এসেছেন। যাদের মধ্যে রয়েছেন টম অলড্রেড, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। আন্তর্জাতিক পরিস্থিতি অনুসারে এই উভয় দেশের পাসপোর্ট নাগরিক কোনোভাবেই ইরানের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে নিজেদের দেশে ফেরার ক্ষেত্রে দেখা দিতে পারে জটিলতা।

   

এই পরিস্থিতি নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই চরম উদ্বেগ দেখা গিয়েছিল বাগানে শিবিরে। আবার এই চার ফুটবলারকে ভারতে রেখে ইরান উড়ে গেলে দলের পারফরম্যান্সে যে প্রভাব আসবে সেটা ভালো মতোই জানা সকলের। সেই নিয়েই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের গুরুত্বপূর্ণ একাধিক ফুটবলারদের ইরানে যাওয়া নিয়ে ভিসার জটিলতা অব্যাহত থাকায় এএফসির কাছে এই ম্যাচের ভেন্যু বদলের আর্জি জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঠিক এমনটাই শোনা যাচ্ছে এবার।

Advertisements

আরও জানা গিয়েছে, এএফসির তরফে তাঁদের আবেদন প্রত্যাক্ষান করলে বাকি দল নিয়েই ইরান উড়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে হোসে মোলিনার। সেক্ষেত্রে আগের থেকে আরও অনেক বেশি অ্যাডভান্টেজ পেতে পারে প্রতিপক্ষ দল।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News