রোশন সিংকে দলে টানার ক্ষেত্রে ধীরে চল নীতি বাগানের

বিগত কয়েক সিজনের মতো এবারও দারুন ছন্দে থেকেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হাতছাড়া হলেও সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে খুব একটা…

Bengaluru FC Likely to Part Ways with Naorem Roshan Singh Ahead of Next Season

বিগত কয়েক সিজনের মতো এবারও দারুন ছন্দে থেকেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হাতছাড়া হলেও সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। এক্ষেত্রে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স করাই মূল লক্ষ্য ছিল দলের সকল ফুটবলারদের।‌ তবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে শুরুটা খুব একটা ভালো না হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ময়দানের এই প্রধানের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো ছন্দে ধরা দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। একের পর এক ম্যাচে খুব সহজেই এসেছে জয়।

যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের কিছুটা নিচে থাকতে হলেও সেখান থেকে উপরে উঠে আসতে খুব একটা সমস্যা হয়নি। এমনকি অন্যান্য বছর গুলির মতো এবারও হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করতে সক্ষম থেকেছে মোহনবাগান। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়েছে সবুজ-মেরুন। যারফলে অনায়াসেই টুর্নামেন্টের লিগ শিল্ড জয় করে ফেলেছিল মেরিনার্সরা। টানা দুইবার এই খেতাব জয়ের রেকর্ড চমকে দিয়েছিল সকলকে। কিন্তু সেখানেই শেষ নয়। শিল্ডের পাশাপাশি আইএসএল ট্রফি জিততে তৎপর ছিল দলের সকল ফুটবলাররা। সেখানে ও মিলেছে সাফল্য।

   

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল ট্রফি জয় করে বাগান ব্রিগেড। ভারতের একমাত্র দল হিসেবে এক মরসুমে এই সাফল্য রয়েছে ময়দানের এই প্রধানের। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ আরম্ভ করে দিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। বিগত কয়েক সপ্তাহ ধরেই বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় তারকার নাম উঠেছে শুরু করে নানা মাধ্যমে। যার মধ্যে অন্যতম নাওরেম রোশন সিং। বর্তমানে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন বছর ছাব্বিশের এই ফুটবলার। হিসাব অনুযায়ী আগামী বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের।

Advertisements

কিন্তু সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে যথেষ্ট আগ্ৰহী থেকেছে মোহনবাগান। কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তবে এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি। এদিক থেকে অপেক্ষাকৃত বেশি অর্থ খরচের কথাই ভাবাচ্ছে ময়দানের এই প্রধানকে। সেজন্য তাঁকে দলে নেওয়ার ক্ষেত্রে কিছুটা ধীরে চলো নীতি গ্রহণ করতে চলেছে সবুজ-মেরুন। যারফলে শেষ পর্যন্ত আদৌ তিনি মোহনবাগানে আসেন কিনা সেদিকেই নজর থাকবে সকলের। ‌