এবারের মরসুমের শুরুটা খুব একটা ভালো হলো না মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। ময়দানের অন্যতম প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ শুরু করার পর গ্ৰুপ পর্বের বাকি দুই ম্যাচে অনায়াসেই এসেছিল জয়। তাঁরা আটকে দিয়েছিল বিএসএফ দল এবং ডায়মন্ড হারবার এফসিকে। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। গ্ৰুপ পর্ব চ্যাম্পিয়ন হওয়ার পর গত রবিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ডের সেমিফাইনাল খেলতে নেমেছিল যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল পড়শী ক্লাব ইস্টবেঙ্গল।
Also Read | গ্রিক জাদুতে ভরসা করে ডুরান্ডের সেমিফাইনালে মশাল ব্রিগেড!
সম্পূর্ণ সময়ের শেষে এক গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মশাল ব্রিগেড। লাল-হলুদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। অন্যদিকে, প্রতিপক্ষের তুলনায় ধারে ভারে এগিয়ে থাকলেও দলের এমন পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। তবে এই হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সকলের কাছে। তবে কাজটা যে সহজ হবে না সেটা বলাই চলে। ডুরান্ড কাপ হাতছাড়া হলেও খুব শীঘ্রই এসিএল টায়ার টুয়ের ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট।
Also Read | ডার্বি জিতে আবেগপ্রবণ দেবজিত, সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা সৌভিকের
সেইমতো সপ্তাহের প্রথম দিন থেকেই দলকে প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন বাগান কোচ হোসে মোলিনা। এমনকি এই আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা মাথায় রেখে এবার নিজেদের দলের ফুটবলারদের জাতীয় শিবিরে ও ছাড়ছে না সবুজ-মেরুন। তবে সেখানেই শেষ নয়। আরও জানা গিয়েছে এএফসির আগে দলের ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের নাকি আর ছুটি দেবে না ম্যানেজমেন্ট। যারফলে শহরে থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে দলের সকল খেলোয়াড়দের। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসা করছে সমর্থকরা।
আসলে ডুরান্ডের ব্যর্থতা ভুলে এবার বৃহত্তর মঞ্চের জন্য নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য সকলের। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তাই সবদিক মাথায় রেখেই ফুটবলারদের প্রস্তুত করতে চাইছেন মোলিনা।