ইস্টবেঙ্গলের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বয়স ভাঁড়িয়ে যুব লীগে দল নামানোর অভিযোগ তুলেছে মোহনবাগান (Mohun Bagan)। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছে সবুজ মেরুন শিবির।
কিছু দিন হল শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ জাতীয় যুব লীগ। প্রতিযোগিতা শুরু হতে না হতেই উঠতে শুরু করেছিল বয়স ভাঁড়িয়ে ফুটবলারদের মাঠে নামানোর অভিযোগ। প্রকাশ্যে অভিযোগ করেছিলেন ইউনাইটেড স্পোর্টসের কোচ স্টিভ হারবর্টস। যদিও সরাসরি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি। এরপর আরাতি ইজুমির অর্থবহ সোশ্যাল মিডিয়া পোস্ট ভারতীয় ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এরপরেই মোহনবাগানের বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে। যুব লীগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ তোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান।
আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন অনূর্ধ্ব ১৭ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। বাগানের ঘরের মাঠে ৪-০ গোলে ছোটোদের ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে আসল বয়স লুকিয়ে ফুটবলারদের মাঠে নামানো হয়েছে বলে বাগানের অভিযোগ। একাধিক ফুটবলারের বিরুদ্ধে অভিযোগের তির রয়েছে বলে মনে করা হচ্ছে। ঠিক কোন কোন ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ সেটা অবশ্য প্রকাশ্যে আসেনি। আসল পরিচয়পত্রের নাম গোপন করার মতো গুরুতর অভিযোগও উঠেছে বলে খবর।
যদিও ইস্টবেঙ্গল এই অভিযোগে বিচলিত নয়। তাদের বক্তব্য, কোন দল কোন ফুটবলারদের নিয়ে মাঠে নামবে সেটা ফেডারেশনকে আগেই জানানো হয়। সমস্যা থাকলে রেজিস্ট্রেশন করানোর সময় ফেডারেশনের পক্ষ থেকেই নিশ্চই আপত্তি জানানো হতো। কিন্তু ফেডারেশন কোনো আপত্তি করেনি বলে ইস্টবেঙ্গলের দাবি। সব মিলিয়ে বল আপাতত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোর্টে।