Durand Cup অভিযান শুরু করতে চলেছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan Super Giants) । আজ সন্ধ্যা ৬ টায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ম্যাচ। মোহন বাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ Bangladesh Army ফুটবল দল। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকেই এই নামের সঙ্গে অপরিচিত। ম্যাচে বল গড়ানোর আগে জেনে নেওয়া যাক বাংলাদেশের এই ফুটবল টিমের সম্পর্কে কিছু কথা।
বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় ফুটবল ভারতীয় ক্লাবগুলির কাছে সম্পূর্ণ অজানা একটি দল। চট্টগ্রাম জেলা ফুটবল দলকে ৪-২ গোলে পরাজিত করে ২০২১-২২ মরসুমের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেছিল ৫১ বছরের পুরনো Bangladesh Army ফুটবল দল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই খেতাব জয় করেছিল বাংলাদেশ আর্মি। অনেকে মনে করছেন বাংলাদেশে আধুনিক ফুটবলের অন্যতম দিক নির্দেশক হওয়ার রসদ রয়েছে এই দলের মধ্যে।
বাংলাদেশের তথাকথিত বড় দলের বিরুদ্ধেও রয়েছে জয়। ২০২১ সালের ইন্ডিপেন্ডেনস কাপে ঢাকা মহামেডান এসসিকে ২-১ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ আর্মি ফুটবল দল। ২০২২ সালের ৮ এপ্রিল সেনাবাহিনী তাদের নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সিলেট জেলাকে ২-০ গোলে পরাজিত করেছিল।
MATCHDAY!
We kickoff our Durand Cup campaign against Bangladesh Army today at VYBK!
#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/BYZGaOkZFo
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 3, 2023
তবে ইন্ডিয়ান সুপার লীগ খেলা কোনো দল কিংবা ভারতীয় ফুটবলের তুলনায় খাতায় কলমে পিছিয়ে থাকবে বাংলাদেশ আর্মি ফুটবল দল। যদিও একেবারেই হিসেবের বাইরে রাখা যাবে না ওপার বাংলার এই ফুটবল দলকে। বরং অঘটন ঘটানোর জন্যই পরিচিতি রয়েছে তাদের। নিজের স্কোয়াড মজবুত করার জন্য জাতীয় দলের কয়েকজন ফুটবলারকেও দলের সঙ্গে যুক্ত হতে করেছে বাংলাদেশ আর্মি ফুটবল দল দল।