Mohan Bagan: লড়াই করেও আসেনি জয়, ম্যাচের পর কী বললেন বাগান সচিব?

শিল্ড ফাইনালের ছন্দ বজায় রেখেই এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে চেয়েছিল মোহনবাগান (Mohan Bagan) সুপারজায়ান্টস। সেইমতো শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছিল মেরিনার্সরা। আক্রমণ-প্রতিআক্রমণে ক্রমশ জমজমাট হয়ে…

Mohun Bagan Secretary Debashis Dutta

শিল্ড ফাইনালের ছন্দ বজায় রেখেই এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে চেয়েছিল মোহনবাগান (Mohan Bagan) সুপারজায়ান্টস। সেইমতো শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছিল মেরিনার্সরা। আক্রমণ-প্রতিআক্রমণে ক্রমশ জমজমাট হয়ে উঠেছিল ফাইনাল ম্যাচ। প্রথমার্ধের একেবারে শেষের দিকে অজি বিশ্বকাপার জেসন কামিন্সের করা গোলে এগিয়ে ও গিয়েছিল দল।

তবে শেষ পর্যন্ত তা বজায় থাকেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে উঠে আসতে থাকে মুম্বাই সিটি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই গোল করেন জর্জ পেরেইরা দিয়াজ। পরবর্তীতে ব্যবধান বাড়ান বিপিন সিং।

   

জবাবে পাল্টা আক্রমণ শানাতে থাকলেও গোলের মুখ খুলতে পারেনি বাগান ব্রিগেড। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে রনবীর কাপুরের মুম্বাইসিটি এফসি। ঘরের মাঠে এই পরাজয়ের দরুণ ব্যাপক হতাশা রয়েছে বাগান সমর্থকদের মধ্যে। পরবর্তীতে এই প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে বাগান সচিব দেবাশীষ দত্ত বলেন, এটি অত্যন্ত সফল একটি মরশুম। খেলায় হার জিত থাকবেই। মোহনবাগানের পাশাপাশি ভারতবর্ষের মধ্যে শক্তিশালী দল কেউ থাকলে সেটা মুম্বাই সিটি এফসি। আমরা তাদের শিল্ড ফাইনালে হারিয়েছি। ওরা ভালো খেলে আমাদের আইএসএলের ফাইনালে পরাজিত করেছে। তবে আমাদের যথেষ্ট ভালো মরশুম থেকেছে।

এবছর আইএসএল ট্রফি জিততে না পারলেও মরশুম শুরু থেকেই দারুন ছন্দ থেকেছে দলের মধ্যে। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তারপর সেই ছন্দ বজায় রেখে আইএসএলের লিগশিল্ড জয়। এবার এএফসির টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিল মেরিনার্সরা।