চলতি দলবদলের মরশুমে যখন বাকি ক্লাব গুলো অনেকটাই ব্যাকফুটে, তখন একের পর এক চমক দিয়েই। চলেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan sporting)। ক্লাবের আইএসএল অথবা আইলিগে খেলার ব্যাপারটা এখনও স্পষ্ট নয়,তবে আসছে মরশুমে না খেললে ২০২৩-২৪ থেকে ময়দানের ঐতিহ্যবাহী এই ক্লাব আইএসএলে খেলবে,সে বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকা যায়।
Advertisements
তবে ক্লাব খেলুক যেই লিগে,দল গঠনে কোনও ফাঁকফোকর রাখতে চাইছেন না ক্লাবের কর্মকর্তা’রা। বেঙ্গালুরু এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলা দেশহর্না ব্রাউন’কে দলে পেতে চাইছে মহামেডান। শোনা যাচ্ছে এই ফুটবলারের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে ক্লাবের কর্মকর্তারা।তবে তিনি এলে মার্কাস জোসেফের সাথে তার জুঁটি যে অত্যন্ত দেখার মতো একটা বিষয় হতে চলেছে সেই কথা বলাই বাহুল্য।
Advertisements