ইস্টবেঙ্গলের প্রাক্তন যুব ফুটবলারকে দলে নিল Mohammedan Sporting

foortballer abhash thapa

ইতিমধ্যে আগামী মরশুমে’র জন্যে ঢেলে দল সাজাচ্ছে মহামেডান‌‌ (Mohammedan Sporting)। এবার ময়দানে যে বাকি দল গুলো’কে সমানে সমানে বেগ দেবে তারা, সেটা একপ্রকার স্পষ্ট।

ইতিমধ্যে সামাদ আলি মল্লিক, আজহারউদ্দিন মল্লিক, রিপন, ফজলউর রহমান, আমন থাপা, সাইরুয়াত কিমাকে দলে তুলে নিয়ে চমক দিয়েছিল সাদা কালো ব্রিগেড৷ এবার বছর তেইশের  সই করিয়ে চমক দিলো সাদা কালো ব্রিগেড।রিয়াল কাশ্মীর এফসি, হায়দরাবাদ এফসি, ইস্টবেঙ্গলের হয়ে খেলা এই ফুটবলার ২০২৪ সাল অবধি খেলবেন মহামেডানে।

   

এবার ব্রাজিলের তারকা ফুটবলার’কে এনে আক্রমণ ভাগ ক্ষুরধার করার চেষ্টা করবে মহামেডান। সূত্রের খবর অনুযায়ী ব্রাজিলের ব্রুনো সিলভা’কে এনে এবার বিশেষ চমক দিতে চলেছে এই ক্লাব।

খুবই শীঘ্রই শুরু হবে কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ। ইতিমধ্যে মার্কাস জোসেফ’কে রিটেন করেই’ছে এই ক্লাব। এবার ব্রুনো’কে সই করিয়ে এনে জুড়ে দিতে চাইছে তারা। শোনা যাচ্ছে ইন্দোনেশিয়ার লিগা ওয়ানে খেলা এই তারকা ফুটবলার আর কয়েক দিনের মধ্যে হাজির হবে কলকাতায়‌। এখনও ক্লাবের তরফে ব্রুনোর নাম সরকারি ভাবে ঘোষণা করা না হলেও, শোনা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে তার নাম।

উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে পারে ব্রুনো‌‌। ব্রাজিল,ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে খেলতে দেখা গেছে তাকে। গত মরশুমে তিনি খেলেছেন সামারাংয়ের। জানুয়ারি মাসে তার চুক্তি শেষ হয়েছে।কলকাতায় আসছেন তিনি ফ্রি এজেন্ট হিসেবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন