মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan Sporting) ২-২ গোলে ড্র করল মুম্বই’র ক্লাব দল কেনক্রে এফসির বিরুদ্ধে। খেলার ১০ মিনিটে অধিনায়ক মার্কাস জোসেফের গোলে এগিয়ে যায় মহামেডান।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের এই লিড ধরে রাখতে পারেনি কলকাতার এই ক্লাব দল।আজফার নুরানির গোলে ১-১ এর সমতায় ফেরে কেনক্রে এফসি।খেলার ৬০ মিনিটে দাউদার গোল সাদা কালো শিবিরকে ২-১ গোলের লিড দিলেও তা বেশিক্ষণ স্বস্তি দেয়নি।
ম্যাচে বাউন্সব্যাক করে মুম্বইর ক্লাব দল,১৬ মিনিটের মাথায় কিরণ পান্ধারের গোলে ২-২ স্কোর করে কেনক্রে এফসি।রেফারির শেষ বাশি বাজতে প্রায় জেতা ম্যাচ মহামেডানের ড্র করে এবং প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগ করে সন্তুষ্ট থাকতে হয়।
চলতি আইলিগে ঘরের মাঠে মণিপুরের দুই ক্লাব দল নারোকা এফসি এবং ট্রাউ এফসির বিরুদ্ধে ২০২২-২৩ সেশনে ব্যাক টু ব্যাক জয় পেয়েছিল ব্ল্যাক প্যাহ্নর্সরা। কিন্তু এদিন প্রায় জেতা ম্যাচ ড্র করে বসলো মহামেডান স্পোটিং।
অ্যাওয়ে ম্যাচে গোকুলাম এফসি এবং রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে পর পর দুম্যাচ হেরে কোণঠাসা সাদা কালো শিবির ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছিল।কিন্তু ডেকান অ্যারেনায় গিয়ে ম্যাচ হেরে বসে।চার্চিল ব্রাদার্সের কাছেও হেরে যায় মহামেডান এসসি।সাদা কালো শিবিরের ভক্তরা আশা করেছিল প্রিয় দল ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে। কিন্তু হল পুরো উল্টো। প্রায় জেতা ম্যাচ ড্র করায় সমর্থকরা হতাশ।