Mohammedan Sporting Club : আই লীগে আট পয়েন্টের লিড মহামেডান স্পোর্টিং ক্লাবের

পরপর তিন ম্যাচে অপরাজিত রইল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। যার মধ্যে শেষ দুটো ম্যাচে এসেছে জয়। শনিবার আই লীগের (I League) ম্যাচে ট্রাউ ফুটবল ক্লাবকে (Trau FC) ২-০ গোলে হারিয়েছে সাদা কালো ব্রিগেড। 

ট্রাউ ফুটবল ক্লাবের বিরুদ্ধে এদিনের ম্যাচেও জোড়া গোল করেছেন মহামেডান স্পোর্টিং ক্লাবের বিদেশি ফুটবলার হার্নান্দেজ। এর আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। 

   

খাতায় কলমে ট্রাউ ফুটবল ক্লাবের থেকে অনেকটাই এগিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব। গতবার আই লীগ পয়েন্ট তালিকার শেষের দিকে ছিল ট্রাউ। এবারের পারফরম্যান্স আগের থেকে ভালো হলেও মহামেডান স্পোর্টিং ক্লাবের মতো প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। আজকের ম্যাচ থেকে পয়েন্ট কাড়ার লক্ষ্য নিয়ে নেমেছিল দল। কিন্তু ফর্মে থাকা ব্ল্যাক প্যান্থারকে রাখতে পারেনি রক্ষণের বেড়াজাল। 

আজকের ম্যাচে জয় পাওয়ার সুবাদে তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল মহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় স্থানে থাকা গোকুলাম কেরালা এফসির থেকে পয়েন্টের ব্যবধান এখন ৮। ১৫ ম্যাচ খেলে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাপ্ত পয়েন্ট এখন ৩৪। এক ম্যাচ কম খেলে গোকুলাম কেরালা এফসির পয়েন্ট ২৬। তৃতীয় স্থানে থাকা শ্রীনিডি ডেকানের পয়েন্টও এখন ২৬। তারা বরং একটি ম্যাচ কম খেলেছে। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন