HomeSports Newsগুরুত্বহীন ম্যাচে জয় মহমেডানের, মান বাঁচালেন সুজিত

গুরুত্বহীন ম্যাচে জয় মহমেডানের, মান বাঁচালেন সুজিত

- Advertisement -

চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2024) পরবর্তী রাউন্ডে যাওয়ার আর কোনও রাস্তাই কার্যত মহমেডান স্পোর্টিং ক্লাবের সামনে খোলা নেই। এই পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ অগস্ট) ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। শেষপর্যন্ত ১-০ গোলে তারা জয়লাভ করেছে। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করলেন সুজিত।

   

এবারের ডুরান্ড কাপে ইন্ডিয়ান নেভি যথেষ্ট খারাপ পারফরম্যান্স করেছে। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। অন্যদিকে, ম্যাচের প্রথমার্ধে কিছুটা হলেও চাপ বাড়ানোর চেষ্টা করেছিল মহমেডান। ম্যাচের ২৫ মিনিটে মহমেডানের হয়ে একমাত্র গোলটি করলেন সুজিত সিং। আসলে এক মিনিট আগেই একটা কর্নার কিক অর্জন করেছিল থকচম জেমসের দল। তো, ভেসে আসা সেই বলে বাঁ পায়ে একটি বাঁকানো শট মারলেন সুজিত। এরপর টপ লেফট কর্নার দিয়ে বলটা নেভির জালে জড়িয়ে যায়। আর সেইসঙ্গে ১-০ গোলে এগিয়ে যায় মহমেডান।

এরপর দুটো দলের মধ্যেই কার্যত নির্বিষ আক্রমণ দেখতে পাওয়া যায়। গোটা মাঠ জুড়ে ফুটবলাররা বল নিয়ে দৌড়োদৌড়ি করলেও, গোলের দরজা কিছুতেই খোলা যাচ্ছিল না। অবশেষে ৮৪ মিনিটে মহমেডানের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। একটা থ্রু বল পেয়েছিলেন শিবা। তিনি বটম রাইট কর্নার দিয়ে তেকাঠির মধ্যে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে মহমেডান সমর্থকদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। কিন্তু, অফসাইডের কারণে শেষপর্যন্ত রেফারি গোলটা বাতিল করে দেন। এরপর আর সেভাবে কোনও দলই সুযোগ তৈরি করতে পারেনি।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ডুরান্ড মরশুমে প্রথম ম্য়াচে জয়লাভ করল মহমেডান স্পোর্টিং ক্লাব। আর ৪ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে, ইন্ডিয়ান নেভিও এই ম্য়াচটা জেতার যথাসাধ্য চেষ্টা করেছিল। মাঝমাঠের লড়াইয়ে তারা মহমেডানের থেকে অনেকটাই এগিয়ে থাকে। কিন্তু, শেষপর্যন্ত তারা বিপক্ষের বক্সে ঢুকতে পারেনি। আর সেকারণে যা ফলাফল হওয়ার, তাই হয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular