Sunday, December 7, 2025
HomeSports Newsমিনি ডার্বিতে আলবার্তো ছাড়া মোলিনার একাদশে চমক, মহামেডানের ডাগআউটে চেরনিশভ!

মিনি ডার্বিতে আলবার্তো ছাড়া মোলিনার একাদশে চমক, মহামেডানের ডাগআউটে চেরনিশভ!

- Advertisement -

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) বছরের দ্বিতীয় ডার্বিতে (Kolkata Derby) মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এবং মহামেডান এসসি (Mohammedan SC)। যদিও ডার্বির আয়োজক সাদা-কালো ব্রিগেড। এদিনের ম্যাচ জিতে লিগ টেবিলের লাস্ট বয়ের তকমা মুছতে মরিয়া কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। অন্যদিকে মিনি ডার্বির রং সবুজ-মেরুন করে লিগ শিল্ড জয়ের শেষ ধাপে যেতে তৈরি হোসে মোলিনার ছাত্ররা।

 

   

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular