অঙ্কের জটিল তত্ত্বে ইস্টবেঙ্গলের প্রথম ছয়ে ঢুকে পড়ার সুযোগ রয়েছে। তবে সেই সম্ভাবনা এতটাই কঠিন বা বায়বীয় যে তার সঙ্গে তুলনা হতে পারে ক্লেন্টন সিলভার এই মরসুমে ফের লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার মতো। এরই মধ্যে রবিবাসরীয় লড়াইয়ে (ISL) মহামেডানের (Mohammedan SC) বিপক্ষে মাঠে নামছে লাল-হলুদ শিবির (East Bengal FC)। অস্কার (Oscar Bruzon) সেই একাদশেই নেই গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও আক্রমণভাগে দিমিত্রিয়স-মেসি নিয়ে দল সাজিয়েছে, রক্ষণে রয়েছেন আনোয়ার-হেক্টর এবং রাকিপ।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ:
Your Red & Golds to start tonight’s derby 🆚 Mohammedan SC.📋
Anwar, Souvik and Nandha return to the starting XI. Messi Bouli makes his first start for us. 🔴🟡#JoyEastBengal #ISL #MSCEBFC pic.twitter.com/dYFcF8aV6k
— East Bengal FC (@eastbengal_fc) February 16, 2025
মহামেডানের প্রথম একাদশ: