Mohammedan SC: আসন্ন মরশুমের জন্য নয়া জার্সি উদ্বোধন করল মহামেডান

Mohammedan SC Introduces Eye-Catching New Jersey

গত ফুটবল মরশুমের শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তী টুর্নামেন্ট গুলিতে একেবারে দিশেহারা অবস্থা হয় মহামেডানের (Mohammedan SC)। বহু পরিকল্পনা নিয়ে আইলিগ শুরু করলেও শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই অভিযান শেষ করতে হয় মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেদের।

পরবর্তীতে সুপার কাপ কে পাখির চোখ করে এগোলেও তাতে ও আসেনি সাফল্য। তবে সেইসব হতাশা দূরে ঠেলে আসন্ন মরশুমের জন্য নিজেদের কে মেলে ধরতে তৈরি সাদা-কালো ব্রিগেড। আগামী ৬ ই জুলাই নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে নেমে কলকাতা লিগের অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তারপর রয়েছে আইলিগ ও ডুরান্ডের মতো টুর্নামেন্ট।

   

সেজন্য বহু আগে থেকেই নতুন করে দল গঠন শুরু করেছে কলকাতার এই প্রধান। গত কয়েকদিন আগেই দলের একাধিক ফুটবলার কে ছেড়েছে সাদা-কালো শিবির। তার বদলে দলে আনা হয়েছে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে ঘানার তারকা ফুটবলার প্রিন্স ওপোকুকের মতো ফুটবলারকে আনা হয়েছে দলে। এছাড়াও রয়েছেন রিয়াল কাশ্মীর দলের প্রাক্তন লামিনে মোরোর মতো প্রতিভাবান ও রয়েছেন এই নয়া দলে। এই তারকা ফুটবলারদের হাত ধরেই নতুন মরশুমে সাফল্যের সরনীতে আসার চেষ্টা করছে রেড রোডের এই ক্লাব।

তার আগে আজ সাদা-কালো ব্রিগেডের তরফ থেকে উন্মোচিত হল মরশুমের নতুন জার্সি। আজ ঘনটাকয়েক আগে মহামেডান স্পোর্টিং কর্তাদের পাশাপাশি বাঙ্কারহিল কর্তাদের উপস্থিতিতে আয়োজিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে। যেখানে সাদা-কালোর আদলে প্রকাশিত করা হয় দুই রকমের জার্সি। আসন্ন টুর্নামেন্ট গুলিতে এই নয়া জার্সি পড়েই মাঠ কাঁপাতে দেখা যাবে দলের সমস্ত ফুটবলারদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন