I-League: শ্রীনিধিকে উড়িয়ে ফের আইলিগের শীর্ষে ব্ল্যাক প্যান্থার্স

সাময়িক বিরতির আগে যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এবার শুরু করল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। ফের এল জয়। আর এই জয়ের দরুণ অনায়াসেই…

Mohammedan SC Triumphs Over Srinidhi Deccan

short-samachar

সাময়িক বিরতির আগে যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই এবার শুরু করল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। ফের এল জয়। আর এই জয়ের দরুণ অনায়াসেই লিগ (I-League) টেবিলের শীর্ষে ফের পৌঁছে গেল মহামেডান। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ আইলিগের ম্যাচ খেলতে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং এবং এই ফুটবল টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফুটবল দল শ্রীনিধি ডেকান।

   

নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল রেড রোডের এই ফুটবল ক্লাব। আজ সাদা-কালো ব্রিগেডের জার্সিতে গোল পান যথাক্রমে কাশিমভ ও এভি হার্নান্দেজ। অন্যদিকে, শ্রীনিধি দলের হয়ে পেনাল্টি থেকে একটি মাত্র গোল করেন উইলিয়াম। পরবর্তীতে শ্রীনিধির তরফ থেকে ব্যাপকভাবে আক্রমণ হলেও আর গোলের দেখা মেলেনি।

এই জয়ের ফলে মোট ৭ টি ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে অন্যান্য দল গুলিকে টেক্কা দিয়ে লিগ টেবিলের প্রথমে উঠে আসল চেরনিশভের ছেলেরা। উল্লেখ্য, গত চার্চিল ম্যাচে রেফারির সঙ্গে বাজে ব্যবহার করার জন্য ফেডারেশনের রোশে পড়তে হয়েছিল মহামেডান দলের দুই দাপুটে ফুটবলার তথা কাশিমভ ও আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজকে। তবে গত রাতেই উঠে যায় সাসপেনশনের মেয়াদ।

যার দরুণ আজ অনায়াসেই ম্যাচের প্রথম থেকে দলের জার্সিতে দেখা যায় এই দুই ফুটবলারকে। তারা ও যেন মাঠে এসে দলের হয়ে ফের নিজেদের জাত চিনিয়ে গেলেন আজকের ম্যাচে। প্রথমার্ধের শেষের দিকে অর্থাৎ ৩৭ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন কাশিমভ। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ফলাফলে এগিয়ে যায় মহামেডান।

তারপর দ্বিতীয়ার্ধে প্রায় ষাট মিনিটের মাথায় হার্নান্দেজের দ্বিতীয় গোল অনেকটাই চাপে ফেলে দেয় শ্রীনিধি ফুটবল দলকে। তবে নির্ধারিত নব্বই মিনিটের কিছু সময় আগে প্রতিপক্ষ দল ব্যবধান কমাতে সক্ষম হলেও ম্যাচের সমতা ফিরিয়ে আনা আর সম্ভব হয়নি তাদের পক্ষে। যার দরুণ জয়ের ধারা অব্যাহত থাকল মহামেডানের।