Mohammedan SC: গোয়ার গোলকিপারকে ছিনিয়ে নেওয়ার পথে সাদা-কালো শিবির

ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।‌ পুরোনো বেশকিছু ফুটবলারদের দলে রাখার পাশাপাশি নতুন খেলোয়াড়দের…

ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।‌ পুরোনো বেশকিছু ফুটবলারদের দলে রাখার পাশাপাশি নতুন খেলোয়াড়দের চূড়ান্ত করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে ম্যানেজমেন্ট। মূলত বিদেশি ডিফেন্ডারের পাশাপাশি দাপুটে ফরোয়ার্ড খোঁজাই এখন অন্যতম লক্ষ্য তাদের।

এছাড়াও ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করার লক্ষ্যে লালবিয়াকনিয়ার পাশাপাশি একাধিক তরুণ প্রতিভাবানদের দিকে নজর রয়েছে এবারের আইলিগ জয়ী এই ফুটবল ক্লাবের। সেইজন্য, রিয়াল কাশ্মীর থেকে শুরু করে আরো একাধিক ক্লাবের দিকে বিশেষ নজর রয়েছে এই দলের।

   

এসবের মাঝেই নিজেদের তিনকাঠিকে আরো শক্তিশালী করার লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের। উল্লেখ্য, এবারের এই আইলিগ মরশুমে পদম ছেত্রীর ভরসাযোগ্য হাত সাফল্যের অনেকটাই কাছে এনে দিয়েছে আন্দ্রে চেরনিশভের দলকে‌। প্রতিপক্ষের আক্রমণভাগকে আটকে দিয়েছেন অতি সহজেই। তবে ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে আরো এক দাপুটে গোলরক্ষককে নিজেদের দলে রাখতে চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ ছিল মুম্বাই সিটি এফসির দ্বিতীয় গোলরক্ষক মহম্মদ নাওয়াজ। সেইমতো তার সঙ্গে কথাবার্তা ও শুরু করে দিয়েছিল এই ফুটবল ক্লাব। তবে সাদা-কালো ব্রিগেডকে পিছনে ফেলে তাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে ওয়েন কোয়েলের চেন্নাইন এফসি।

সেজন্য তার বিকল্প হিসেবে এক গোয়ান গোলরক্ষকের দিকে নজর পড়েছে সাদা-কালো শিবিরের। তিনি নোরা ফার্নান্দেজ। এই সিজনে শক্তিশালী আইজল এফসির হয়ে খেলেছেন এই ফুটবলার। মোট ১৭টি ম্যাচে ৫টি ক্লিনশিট ছিল বছর পঁচিশের এই গোলকিপারের। মনে করা হচ্ছে, নয়া আইএসএল মরশুমের জন্য তাকে চূড়ান্ত করতে পারে মহামেডান ক্লাব।