আইলিগের ফুটবলারকে দলে টানতে চলেছে মহামেডান স্পোর্টিং

I-League Footballer Sajal Bag

এই মরশুমে আইলিগ জয় করার আগত সিজনে আইএসএলে অংশ নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সেকথা মাথায় রেখেই নতুন করে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে বাঙ্কারহিল ম্যানেজমেন্ট। যারফলে, একাধিক পরিবর্তন আসতে চলেছে সাদা-কালো শিবিরের অন্দরে। কিন্তু এক্ষেত্রে নিজেদের দলের বেশকিছু দাপুটে ফুটবলারদের ধরে রাখার পরিকল্পনা রয়েছে ব্ল্যাক প্যান্থার্সদের। যাদের মধ্যে রয়েছেন পদম ছেত্রী থেকে শুরু করে অ্যালেক্সিস গোমেজের মতো ফুটবলার। কিন্তু সেখানেই শেষ নয়। সমস্ত কিছু খতিয়ে দেখে আরেক বিদেশি ফুটবলার জোসেফ আদজেইকে ধরে রাখার পরিকল্পনা রয়েছে মহামেডানের।

Advertisements

যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি। পাশাপাশি ভারতীয় ব্রিগেডকে ও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে এবারের আইলিগ জয়ীদের। সেইমতো আইএসএলের পাশাপাশি আইলিগ থেকে ও একাধিক ফুটবলারদের চূড়ান্ত করার ভাবনা রয়েছে এই প্রধানের। তার মধ্যেই এবার উঠে আসল সজল বাগের কথা। কলকাতা ময়দানে অতিপরিচিত এই ফুটবলার। মোহনবাগানের যুব থেকে উঠে এসেছিলেন তিনি। পরবর্তীতে খেলেছেন বিএসএসের মতো ফুটবল ক্লাবে। ভালো পারফরম্যান্সের দরুন পরবর্তীতে যোগদান করেন আইএসএল জয়ী ক্লাব চেন্নাইন এফসিতে। সেখান থেকেই নতুন সিজনে আসেন আইলিগের দল নেরোকা এফসিতে।

Advertisements

এই দলের জার্সিতে প্রায় ১৭টি ম্যাচ খেলেছেন মাঝমাঠের এই ফুটবলার‌। এমনকি তার একটি গোল ও রয়েছে আইলিগে। তবে গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে আইলিগের এই ফুটবল ক্লাবের। পরবর্তীতে আর তার সাথে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নেয়নি নেরোকা। যতদূর খবর, ইন্ডিয়ান সুপার লিগের কথা মাথায় রেখে তাকে দলে টানতে চাইছে ব্ল্যাক প্যান্থার্সরা। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো জানানো হবে সেই বিষয়টি।