গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য চেরনিশভের ছেলেদের

নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরাজিত হয়েই ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।‌ ঘরের মাঠে অনবদ্য লড়াই করে ও শেষ রক্ষা হয়নি। ম্যাচের লগ্নে গোল…

mohammedan sc

নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে পরাজিত হয়েই ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব।‌ ঘরের মাঠে অনবদ্য লড়াই করে ও শেষ রক্ষা হয়নি। ম্যাচের লগ্নে গোল হজম করতে হয়েছিল আন্দ্রে চেরনিশভের ছেলেদের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সাদা-কালো সমর্থকদের। তবে প্রথম আইএসএলের একেবারে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স সহজেই মন কেড়েছিল সমর্থকদের। তবে সব ঠিকঠাক থাকলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে পারত ময়দানের এই প্রধান। কিন্তু সেটা কার্যকরী হয়নি।

সেই হতাশা ভুলে এবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া মহামেডান। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় কিশোর ভারতী স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। এখন এই ম্যাচ থেকেই জয়ের সরনীতে ফিরতে চাইবেন সামাদ আলি মল্লিকরা। তবে ধারে ভারে এফসি গোয়া অনেকটা এগিয়ে থাকলেও নিজেদের ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে শুরুতেই গোল তুলে নিতে চাইবে অ্যালেক্সিস গোমেজরা।

   

অপরদিকে জয় পেয়ে পয়েন্ট টেবিলের উপরে ওঠার লক্ষ্য থাকবে মানোলো মার্কুয়েজের ছেলেদের। উল্লেখ্য, শেষ কয়েক সিজনে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার। ডুরান্ড কাপ জয়ের পাশাপাশি সুপার কাপের মতো সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্ট ও জয় করেছে এই ফুটবল ক্লাব। শেষ মরসুমে আইএসএলের প্লে-অফ নিশ্চিত করলেও শেষ রক্ষা হয়নি। ছিটকে যেতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। সেইসব এখন অতীত। নয়া সিজনে মানোলোর তত্ত্বাবধানে সাফল্য পেতে মরিয়া এই ক্লাব।

হিসেব অনুযায়ী আইএসএলের ক্ষেত্রে গোয়া যথেষ্ট শক্তিশালী হলেও তাতে খুব একটা আমোল দিতে নারাজ মহামেডান কোচ। যার প্রভাব দেখা যায় গত শুক্রবারের অনুশীলনে। সীমিত সময়ের মধ্যেই যথেষ্ট চনমনে মেজাজে অনুশীলন করেন কাসিমভ থেকে শুরু করে লবি মানজোকি সহ দলের অন্যান্য ফুটবলাররা। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলকে চনমনে রাখাই অন্যতম লক্ষ্য চেরনিশভের।