মঙ্গলে ইন্ডিয়ান নেভির মুখোমুখি মহামেডান, টার্গেট তিন পয়েন্ট

ডুরান্ড কাপের (Durand Cup) শুরুটা খুব একটা ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। প্রথম ম্যাচে ইন্টার কাশীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল আন্দ্রে চেরনিশভের ছেলেদের। দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। সুনীল ছেত্রীর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে অনবদ্য লড়াই করে ও আসেনি জয়। যা ব্যাপক হতাশ করেছিল সমর্থকদের।

   

তবে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেলে কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ডের তৃতীয় ম্যাচ খেলতে নামছে সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইন্ডিয়ান নেভি ফুটবল দল। এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্ৰহ করে আশার আলো বাঁচিয়ে রাখতে চাইবে মহামেডান। যদিও সেটা খুব একটা সহজ নয়। তবুও গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না সাদা-কালো কোচ।

উল্লেখ্য, গত দুই ম্যাচে মহামেডানের জার্সিতে যথেষ্ট নজর কেড়েছিলেন ইসরাফিল দেওয়ান। দুরন্ত গোল করেছেন মহীতোষ রায় রাজবংশী। তৃতীয় ম্যাচে ও সকলের নজর থাকবে দুই ফুটবলারের উপর। অপরদিকে গত দুই ম্যাচ খেলে খাতাই খুলতে পারেনি ইন্ডিয়ান নেভি ফুটবল দল।

পরবর্তী রাউন্ড যাওয়ার আশা সম্পূর্ণ শেষ হয়ে গেলেও জয় দিয়েই নিজেদের অভিযান শেষ করার লক্ষ্য তাঁদের । সেইমতো নিজেদের একাদশ সাজাতে চাইবেন কোচ। যারফলে নবীন গুরুংকে রক্ষনভাগে রাখার পাশাপাশি আপফ্রন্টে ঝড় তোলার জন্য পিন্টু মাহাতোর উপরেই ভরসা রাখতে পারেন কোচ রমন রাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন