HomeSports Newsবাঁচানোর আর্জি মহামেডানকে, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল সমর্থকরা

বাঁচানোর আর্জি মহামেডানকে, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল সমর্থকরা

- Advertisement -

শতাব্দী প্রাচীন ক্লাব, গৌরবময় ইতিহাস। অথচ বর্তমানে আর্থিক সঙ্কটে দিশেহারা মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। ক্লাবের প্রশাসনিক এবং বিনিয়োগ সংক্রান্ত টানাপোড়েন যেন সাদা-কালো সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আরও গভীরভাবে।

ইনভেস্টর সংকট দীর্ঘায়িত হওয়ায় ক্লাবের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছে গোটা মহামেডান পরিবার। এই পরিস্থিতিতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হলেন মহামেডান সমর্থকদের (Mohammedan SC Supporters) এক প্রতিনিধি দল।

   

রবিবার সকালে মহামেডান ক্লাবের সমর্থকদের এক যৌথ মঞ্চের প্রতিনিধিরা নবান্নে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বলে জানা গিয়েছে। বর্তমানে ক্লাবের ফুটবলারদের বেতন বকেয়া এবং ইনভেস্টরদের দ্বন্দ্বের বিষয়গুলি তুলে ধরা হয় মুখ্যমন্ত্রীর সামনে। এক লিখিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন সমর্থকেরা।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মন দিয়ে গোটা বিষয়টি শোনেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর এই সাড়া আশার আলো দেখাচ্ছে সাদা-কালো শিবিরের হাজার হাজার অনুরাগীর চোখে।

গত কয়েক মাস ধরেই গভীর আর্থিক সঙ্কটের সম্মুখীন মহামেডান স্পোর্টিং ক্লাব। ইনভেস্টর সংস্থা ‘শ্রাচী’ শেয়ার হস্তান্তর না হওয়ায় তাদের বিনিয়োগ স্থগিত রেখেছে। অন্যদিকে, অপর ইনভেস্টর ‘বাঙ্কারহিল’ও স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান অব্যবস্থার মধ্যে তারা আর ক্লাবে অর্থ ঢালবে না। ফলে কার্যত কোনও রকমের আর্থিক সাপোর্ট পাচ্ছে না ক্লাবটি।

এহেন জটিল পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ফুটবলারদের বেতন বন্ধ রয়েছে। দিন দিন অসন্তোষ বেড়েছে দলে। শেষমেশ ফুটবলাররা প্রতিবাদে অনুশীলন বয়কট করেছেন। যার প্রভাব সরাসরি পড়েছে ক্লাবের পারফরম্যান্সে। চলতি মরসুমে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ টুর্নামেন্টেই হতাশাজনক পারফরম্যান্স করেছে মহামেডান স্পোর্টিং।

সমর্থকদের একাংশ জানান, “মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে নতুন দিশা পেয়েছে। মহামেডান স্পোর্টিং-ও সেই সুযোগের দাবি রাখে। আমাদের ক্লাবও বাংলার গর্ব, একে বাঁচানো দরকার।” যদিও আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিনিয়োগ সমস্যায় মুখ্যমন্ত্রী কার্যকরী ভূমিকা নিয়েছিলেন।

সেই উদাহরণকে সামনে রেখে মহামেডান সমর্থকরাও এখন তাঁর হস্তক্ষেপকেই শেষ ভরসা বলে মনে করছেন। এই প্রসঙ্গে এক সমর্থক বলেন, “ক্লাবের আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ যে, সরকার হস্তক্ষেপ না করলে সামনে হয়তো লিগ খেলাই কঠিন হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস আমাদের নতুন করে সাহস জুগিয়েছে।” তাই সাদা-কালো শিবিরের এই টালমাটাল অবস্থায় এখন একমাত্র আশা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত।

Mohammedan SC supporters submit memorandum ro CM Mamata Banerjee for club investor crisis

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular