সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত ডুরান্ড কাপে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। গ্ৰুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই সীমিত শক্তি নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখা গিয়েছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধানকে। কিন্তু তবুও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির মতো দলের কাছে। যারফলে পরবর্তী রাউন্ডে যাওয়া অনিশ্চিত হয়ে গিয়েছিল তাঁদের পক্ষে। তবে সেই ধাক্কা কাটিয়ে কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করতে মরিয়া ছিল মেহেরাজ্জুদিন ওয়াডুর ছেলেরা।
তবে চূড়ান্ত সাফল্য আসেনি। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া রেড রোডের এই ফুটবল ক্লাব। এবারের সূচি অনুযায়ী এবার এই ফুটবল টুর্নামেন্টের গ্ৰুপ ‘সি’তে স্থান করে নিয়েছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ৩০শে অক্টোবর গোয়ার জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নামবে সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হবে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির সঙ্গে। তারপর ২রা নভেম্বর জিএমসি ব্যাম্বোলিম গ্ৰাউন্ডে তাঁদের খেলতে হবে আইএসএলের আরেক দাপুটে ফুটবল ক্লাব পাঞ্জাব এফসির সঙ্গে।
দিন দুয়েক বিশ্রামের পর সুপার কাপের গ্ৰুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে সাদা-কালো ব্রিগেড। যেখানে তাঁদের লড়াই করতে হবে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসির সঙ্গে। সেটিও আয়োজিত হবে জিএমসি বেম্বোলিম স্টেডিয়ামে। ডুরান্ড ও কলকাতা লিগ ভুলে এবার নিজেদের প্রমাণ করার লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের। কিন্তু কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। বলাবাহুল্য, এই সুপার কাপের আগেই শুরু হতে চলেছে আইএফএ শিল্ড। গত বেশ কয়েক বছর পর আবার ও আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট।
একটা সময় সেই টুর্নামেন্টে মহামেডান স্পোর্টিং ক্লাবের অংশগ্রহণের কথা ব্যাপকভাবে উঠে আসলেও পরবর্তীতে নানাবিধ সমস্যার দরুন সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায়।
❓ FAQs
Q1. সুপার কাপ ২০২৫-এ মহামেডান স্পোর্টিং কোন গ্রুপে আছে?
👉 মহামেডান স্পোর্টিং এবারের টুর্নামেন্টে গ্রুপ ‘সি’-তে রয়েছে।
Q2. মহামেডানের প্রথম ম্যাচ কবে এবং কোথায় হবে?
👉 মহামেডানের প্রথম ম্যাচ হবে ৩০ অক্টোবর ২০২৫, বেঙ্গালুরু এফসির বিপক্ষে। ভেন্যু: জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়াম, গোয়া।
Q3. পাঞ্জাব এফসির বিপক্ষে মহামেডানের ম্যাচ কবে?
👉 মহামেডানের দ্বিতীয় ম্যাচ হবে ২ নভেম্বর ২০২৫, ভেন্যু: জিএমসি ব্যাম্বোলিম গ্ৰাউন্ড, গোয়া।
Q4. গোকুলাম কেরালার বিপক্ষে মহামেডান কবে খেলবে?
👉 গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ নভেম্বর ২০২৫, ভেন্যু: জিএমসি ব্যাম্বোলিম গ্ৰাউন্ড, গোয়া।
Q5. মহামেডানের জন্য এই গ্রুপ কতটা কঠিন?
👉 গ্রুপ ‘সি’-তে বেঙ্গালুরু, পাঞ্জাব ও গোকুলামের মতো শক্তিশালী দল থাকায় এটি মহামেডানের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং।
Q6. সুপার কাপের আগে কি অন্য কোনও টুর্নামেন্ট খেলবে মহামেডান?
👉 হ্যাঁ, সুপার কাপ শুরুর আগে আইএফএ শিল্ড অনুষ্ঠিত হবে, যদিও মহামেডানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
🔑 Mohammedan SC, Mohammedan Sporting Super Cup 2025, সুপার কাপ মহামেডান ম্যাচ সূচি, Mohammedan vs Bengaluru FC, Mohammedan vs Punjab FC, Mohammedan vs Gokulam Kerala, সুপার কাপ গোয়া ভেন্যু