‘মেঘ না চাইতেই জল’! যুবভারতীতে এমনটাই ঘটল ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচে। কলকাতা লিগের ম্যাচে টানা খারাপ ফলাফলের পর সময়টা সত্যিই খুব একটা ভালো যাচ্ছে না মহামেডানের। সেখানেই অপ্রত্যাশিত ভাবে সকলকে তাকে লাগিয়ে ডুরান্ড অভিযান শুরু করল সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ আই লিগে ওঠা বাংলার ডায়মন্ড হারবার। নিজেদের প্রথম ডুরান্ডে পূর্ণশক্তির দল নিয়ে নেমেছিল কিছু বিকুনার। তবুও অ্যাডিসনের গোলে এগিয়ে ব্ল্যাক প্যান্থার্সরা।
ম্যাচের প্রথম থেকেই আক্রমণমুখী হয়ে ওঠে দুই দলই। কিন্তু দ্বিতীয় মিনিটেই ম্যাচের মোড় ঘোরানোর সুযোগ এসেছিল মহামেডানের সামনে। সহজ সুযোগ নষ্ট করেন লালথানকিমা। ১০ মিনিটেই ফাউল করে হলুদ কার্ড দেখেন দীনেশ মেইতেই। এর দুই মিনিট পর ফের আক্রমণ করে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। জবি জাস্টিন কোন রকমে ডিফেন্স করে বিপদ মুক্ত করেন।
২৭ মিনিটে গিরিক খোসলা বাড়ানো বল নরহরি শ্রেষ্ঠা ধরে ক্লেন্টন সিলভেইরার উদ্দেশে বাড়ান। তিনি শট নিলেও বল পোস্টের ঘা ঘেঁসে বেরিয়ে যায়। ৩৫ মিনিটে দ্বিতীয়বার গোলের দরজা খোলার সুযোগ এসেছিল মহামেডানের সামনে। কিন্তু অফসাইডের ফাঁদে পড়েন সজল বাঘ।
৩৬ মিনিটে সকলকে তাক লাগিয়ে দিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন অ্যাডিসন সিং। এরপর প্রথামার্ধে বেশ কিছু সুযোগ আসলেও মিস করে করে দুই দলই।যদিও এদিন বেশ অবাক করার বিষয় ছিল দর্শক আসন। মাঠে উপস্থিত ছিলেন না হাতে গোনা গুটি কয়েক সমর্থক।