এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং (Mohammedan SC), আজ যেন ইতিহাসের ভারেই নুয়ে পড়েছে। শুক্রবার কলকাতা লিগের গ্রুপ বি’তে ভবানীপুরের কাছে ১-২ গোলে হেরে আরও একবার হতাশ করল সাদা-কালো ব্রিগেড। দশ ম্যাচে মাত্র দুটিতে জয়, ৭ পয়েন্ট নিয়ে এখন দশম স্থানে মহামেডান। অন্যদিকে, জয় পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ছন্দে থাকা ভবানীপুর ক্লাব।
Also Read | ফাইনালে ডায়মন্ডকে নিয়ে সতর্ক বেনালি! লুকা প্রসঙ্গে দিলেন বার্তা
এদিন বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে শুরু থেকেই ভবানীপুর আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে। প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও সাইদ রামনের ছেলেরা ম্যাচে নিয়ন্ত্রণ কায়েম করে নেয় প্রথম থেকেই। ম্যাচের মাত্র ১১ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ মুশরফ। সেই গোলেই কার্যত ম্যাচের রাশ চলে যায় ভবানীপুরের হাতে।
প্রথমার্ধে মাঝেমধ্যেই মহামেডানের রক্ষণভাগে ফাঁকফোকর দেখা যাচ্ছিল, যার সুযোগ নিচ্ছিলেন ভবানীপুরের ফরোয়ার্ডরা। তবে গোলের দেখা আর মেলেনি। মাঝমাঠেও ছিল ছন্দহীনতা। ফারহান, শাহনেওয়াজ, আর সজলের মধ্যে সংযোগের অভাব চোখে পড়েছে। মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা যেন শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসহীন।
Also Read | ব্রাইস মিরান্ডাকে বিদায় জানাল কেরালা ব্লাস্টার্স
দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মহামেডান। মাঝমাঠে বল কন্ট্রোল করতে সক্ষম হন আব্দুল্লাহ ও আশরাফ। এই পর্বেই ৫৪ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সজল বাঘ। সমতায় ফিরে আশা জাগিয়েছিল সাদা-কালো সমর্থক মহল। কিন্তু সেই আশা বেশি ক্ষণ স্থায়ী হয়নি।
৭৩ মিনিটে ভবানীপুরের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রেগ। রক্ষণভাগে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে প্রতিপক্ষকে পিছিয়ে দেন তিনি। শেষদিকে বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের মুখ খোলেনি মহামেডান। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশায় মুখ ঢাকেন দলের ফুটবলাররা।গ্রুপ বি’তে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে মহামেডান স্পোর্টিং। সেই জায়গায় একই সংখ্যক ম্যাচ খেলে ভবানীপুর জিতেছে ৫টি, পয়েন্ট ১৮। দুই দলের পারফরম্যান্সের ব্যবধান স্পষ্ট।