ভবানীপুরের কাছে আটকে কলকাতা লিগে মুখ থুবড়ে পড়ল মহামেডান

Mohammedan SC Stumbles in Calcutta League with 1-2 Loss to Bhawanipore
Mohammedan SC Stumbles in Calcutta League with 1-2 Loss to Bhawanipore

এক সময়ের ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং (Mohammedan SC), আজ যেন ইতিহাসের ভারেই নুয়ে পড়েছে। শুক্রবার কলকাতা লিগের গ্রুপ বি’তে ভবানীপুরের কাছে ১-২ গোলে হেরে আরও একবার হতাশ করল সাদা-কালো ব্রিগেড। দশ ম্যাচে মাত্র দুটিতে জয়, ৭ পয়েন্ট নিয়ে এখন দশম স্থানে মহামেডান। অন্যদিকে, জয় পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ছন্দে থাকা ভবানীপুর ক্লাব।

Also Read | ফাইনালে ডায়মন্ডকে নিয়ে সতর্ক বেনালি! লুকা প্রসঙ্গে দিলেন বার্তা

   

এদিন বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে শুরু থেকেই ভবানীপুর আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে নামে। প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও সাইদ রামনের ছেলেরা ম্যাচে নিয়ন্ত্রণ কায়েম করে নেয় প্রথম থেকেই। ম্যাচের মাত্র ১১ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ মুশরফ। সেই গোলেই কার্যত ম্যাচের রাশ চলে যায় ভবানীপুরের হাতে।

প্রথমার্ধে মাঝেমধ্যেই মহামেডানের রক্ষণভাগে ফাঁকফোকর দেখা যাচ্ছিল, যার সুযোগ নিচ্ছিলেন ভবানীপুরের ফরোয়ার্ডরা। তবে গোলের দেখা আর মেলেনি। মাঝমাঠেও ছিল ছন্দহীনতা। ফারহান, শাহনেওয়াজ, আর সজলের মধ্যে সংযোগের অভাব চোখে পড়েছে। মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা যেন শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসহীন।

Also Read | ব্রাইস মিরান্ডাকে বিদায় জানাল কেরালা ব্লাস্টার্স

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মহামেডান। মাঝমাঠে বল কন্ট্রোল করতে সক্ষম হন আব্দুল্লাহ ও আশরাফ। এই পর্বেই ৫৪ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন সজল বাঘ। সমতায় ফিরে আশা জাগিয়েছিল সাদা-কালো সমর্থক মহল। কিন্তু সেই আশা বেশি ক্ষণ স্থায়ী হয়নি।

৭৩ মিনিটে ভবানীপুরের হয়ে জয়সূচক গোলটি করেন ক্রেগ। রক্ষণভাগে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে প্রতিপক্ষকে পিছিয়ে দেন তিনি। শেষদিকে বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের মুখ খোলেনি মহামেডান। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশায় মুখ ঢাকেন দলের ফুটবলাররা।গ্রুপ বি’তে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে মহামেডান স্পোর্টিং। সেই জায়গায় একই সংখ্যক ম্যাচ খেলে ভবানীপুর জিতেছে ৫টি, পয়েন্ট ১৮। দুই দলের পারফরম্যান্সের ব্যবধান স্পষ্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleWheel of Wellness Unveiled at Cutting Edge 2025 – A New Era for Women’s Health in India
Next articleদমদম জনসভায় মোদীর আক্রমণ, নতুন স্লোগান বাংলার জন্য
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।