কবে থেকে রেলিগেশন রাউন্ড শুরু করছে মহামেডান? জানুন

এবারের সিজেনের শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে হতশ্রী পারফরম্যান্সের পর প্রিমিয়ার ডিভিশন লিগেও জোর ধাক্কা খেয়েছে সাদা-কালো ব্রিগেড।…

Mohammedan SC set to face Sribhumi FC in the CFL 2025 at Barrackpore Stadium

এবারের সিজেনের শুরুটা একেবারেই ভালো হয়নি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে হতশ্রী পারফরম্যান্সের পর প্রিমিয়ার ডিভিশন লিগেও জোর ধাক্কা খেয়েছে সাদা-কালো ব্রিগেড। একের পর এক ম্যাচে হতাশাজনক ফুটবলের মধ্য দিয়ে পয়েন্ট নষ্ট করেছিল মেহেরাজুদ্দিন ওয়াডুর ছেলেরা। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা‌। তবে পরবর্তীতে দল দল জয়ের মুখ দেখলেও গ্রুপ টেবিলের অনেকটাই পিছিয়ে পড়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যারফলে সুপার সিক্সে যাওয়ার রাস্তা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল ময়দানের এই প্রধানের।

Mohammedan SC: ভালো পারফরম্যান্স করার লক্ষ্য বিফল

Mohammedan SC Stumbles in Calcutta League with 1-2 Loss to Bhawanipore
Mohammedan SC Stumbles in Calcutta League with 1-2 Loss to Bhawanipore

তবুও বাকি ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল মহামেডানের (Mohammedan SC)। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে এবার কলকাতা ফুটবল লিগের রেলিগেশন রাউন্ড খেলতে হবে রেড রোডের এই ফুটবল দলকে। যা নিঃসন্দেহে হতাশাজনক সমর্থকদের কাছে। কিন্তু কবে থেকে এই রাউন্ডের খেলা শুরু করবে সাদা-কালো শিবির। সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। গত সোমবার সন্ধ্যায় ম্যাচ সূচির বিবৃতি জারি করেছে বঙ্গীয় ফুটবল ফেডারেশন তথা আইএফএ। সেই অনুযায়ী আগামী ১০ই সেপ্টেম্বর থেকে রেলেশন রাউন্ড শুরু করছে মহামেডান (Mohammedan SC)। বারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে তাঁদের লড়াই করতে হবে সার্দান সমিতির সঙ্গে।

   
Advertisements

দিনদুয়েক পর আবার ম্যাচ। এবার নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে খেলতে হবে সুদীপ্ত বন্দোপাধ্যায়দের রেলওয়ে এফসির সঙ্গে। তারপর ১৯শে সেপ্টেম্বর তাঁরা খেলতে নামবে ক্যালকাটা পুলিশ ক্লাবের সঙ্গে। যেটি আয়োজিত হবে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে। তারপর আগামী ২৩ শে সেপ্টেম্বর শেষ ম্যাচ খেলবে সাদা-কালো ব্রিগেড। বারাকপুর স্টেডিয়ামে তাঁরা খেলতে নামবে কালীঘাট মিলন সংঘের দলের সাথে।‌