I League: মিশন আই লিগে’র প্রস্তুতি শুরু করে দিল মহামেডান স্পোর্টিং

আই-লিগ (I League) ২০২১-২২ মরসুম ৩ মার্চ, ২০২২ বৃহস্পতিবার, পুনরায় শুরু হতে চলেছে। মোহনবাগান মাঠে শ্রীনিদি ডেকান এফসি খেলবে ট্রাউ FC’র বিরুদ্ধে, খেলা শুরু হবে দুপুর ২ টো থেকে।

চলতি আই-লিগ আগে থেকেই ঠিক ছিল কলকাতাতে হবে। পূর্ব নির্ধারিত ভেন্যুতেই হতে চলেছে আই লিগের খেলা। রাজ্যের তিন ভেন্যু কলকাতার মোহনবাগান মাঠ, নৈহাটি স্টেডিয়াম এবং কল্যাণী মিউনিসিপ্যাল ​​স্টেডিয়ামে আই লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে।

   

ইতিমধ্যেই কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব নিউটাউনের এক বিলাসবহুল পাঁচতারা হোটেলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) কোভিড-১৯ বিধিনিষেধ মেনে বায়ো বাবোল প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে।

প্রসঙ্গত, কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের জেরে আই লিগ ২০২১-২২ সেশন মাঝপথে সাময়িক ভাবে স্থগিত রেখেছিল আই লিগ কমিটি, বিশেষঞ্জ মেডিকেল টিমের পরামর্শে। ২০২১-২২ মরসুমে আই লিগ শুরুর পর্যায়ে মোট ৬ ম্যাচ খেলা হয়েছে। ব্ল্যাক প্যাহ্নার্সরা নিজেদের প্রথম ম্যাচ সুদেবা দিল্লি এফসির কাছে হেরে গিয়েছে ১-২ গোলে, নৈহাটি স্টেডিয়ামে। দ্বিতীয় পর্যায়ে আই লিগে সাদা কালো শিবিরের প্রথম ম্যাচ ৩ মার্চ,২০২২ কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসি। আইজল প্রথম পর্যায়ে আই লিগে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে রিয়েল কাশ্মীর এফসি’র বিরুদ্ধে, ৩-২ গোলে।

অন্যদিকে, মহামেডান স্পোর্টিং ক্লাব ফেডারেশনের বায়ো বাবোল সিস্টেমে যাওয়ার আগে থেকেই আই লিগ প্রস্তুতিতে খামতি রাখে নি। রাশিয়ান হেডকোচ আন্দ্রে চেরনিসভের কোচিং বিধাননগর মিউনিসিপ্যাল কমপ্লেক্স মাঠে ফুটবলারেরা ঘাম ঝড়িয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন